IPL 2023

সৌরভদের দলে বিতর্ক বাড়ছেই! এ বার পৃথ্বীকে নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কোচ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস দলে বিতর্ক বেড়েই চলেছে। এ বার এক ক্রিকেটারকে নিয়ে নিজের করা মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন দলের প্রধান কোচ রিকি পন্টিং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ১৪:২১
Share:

আইপিএলের পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। —ফাইল চিত্র

কয়েক দিন আগে পার্টিতে এক মহিলার সঙ্গে অসভ্যতা করার জন্য এক ক্রিকেটারকে সতর্ক করেছে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়দের দলে বিতর্ক থামছেই না। এ বার দলের ওপেনার পৃথ্বী শ’র সমালোচনা করেছেন প্রধান কোচ রিকি পন্টিং। কয়েক মাস আগে করা মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন পন্টিং।

Advertisement

এ বার আইপিএল শুরু হওয়ার আগেই পন্টিং বলেছিলেন, ‘‘এই আইপিএল পৃথ্বীর আইপিএল হতে চলেছে। অনুশীলনে কঠিন পরিশ্রম করেছে ও। নিজের ব্যাটিং নিয়ে অনেক খেটেছে। পৃথ্বীকে দেখে ভাল লাগছে। আমি নিশ্চিত এ বার ও অনেক রান করবে।’’

অথচ আইপিএল চলাকালীন পৃথ্বীকে নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন পন্টিং। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে পন্টিং বলেন, ‘‘দিল্লির হয়ে ১৩ ইনিংস আগে অর্ধশতরান করেছিল পৃথ্বী। তার পরে অনেকটা সময় চলে গিয়েছে। অন্যান্য দলে টপ অর্ডারে এমন অনেক ক্রিকেটার আছে যারা পৃথ্বীর থেকে ভাল ব্যাট করছে।’’

Advertisement

৭ ম্যাচের মধ্যে ৬টিতে দলে সুযোগ পেয়েছেন পৃথ্বী। করেছেন মাত্র ৪৭ রান। ব্যাটে খরা থাকার কারণেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পন্টিং। তিনি বলেছেন, ‘‘এ বারের মরসুমে পৃথ্বী কোনও ম্যাচে ভাল খেলতে পারেনি। পর পর ম্যাচে ব্যর্থ হওয়ায় ওকে বাদ দেওয়া হয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে ওকে দলে রাখা হবে কি না সে বিষয়ে এখনও কিছু বলতে পারব না। সেরা প্রথম একাদশ নামানোর চেষ্টা করব।’’

এ বারের মরসুমে ভাল খেলতে পারেনি দিল্লি। ৭ ম্যাচে ২টিতে জিতেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার শেষে সৌরভরা। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে দিল্লি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন