IPL 2023

৫ কারণ: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কী ভাবে জিতল গুজরাত টাইটান্স

আইপিএলে টানা দ্বিতীয় হার দিল্লির। সেটাও এল ঋষভ পন্থের সামনে। গুজরাত টাইটান্স দ্বিতীয় জয় পেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ২৩:৩৭
Share:

কী কী কারণে জিতল গুজরাত? ছবি: আইপিএল

ঘরের মাঠে ফিরেও লাভ হল না। ফিরোজ শা কোটলায় হেরে গেল দিল্লি ক্যাপিটালস। আইপিএলে টানা দ্বিতীয় হার তাদের। সেটাও এল ঋষভ পন্থের সামনে। গুজরাত টাইটান্স দ্বিতীয় জয় পেল। কী কী কারণে জিতল হার্দিক পাণ্ড্যের দল তা জানাল আনন্দবাজার অনলাইন:

Advertisement

১) গুজরাতের বড় ভরসা তাদের ওপেনাররা। কিন্তু দুই ওপেনারকে দ্রুত হারালেও গুজরাতের ছন্দ হারায়নি। তিনে নামা সাই সুদর্শন ধস সামলে দিলেন। পরের দিকে যোগ্য সঙ্গত দিলেন ডেভিড মিলার। গুজরাতের ব্যাটিং গভীরতাই তাদের জিতিয়ে দিল।

২) রশিদ খানকে সঠিক সময়ে ব্যবহার করা। ১২তম ওভারে প্রথম বার বল করতে আসেন রশিদ। প্রথম ওভারেই বিপক্ষের জমে যাওয়া জুটি ভেঙে দেন। পরে তুলে নেন আরও দু’টি উইকেট। দিল্লি সেই ধাক্কা থেকে বেরোতে পারেনি।

Advertisement

৩) শামির বোলিং। শুরুতে এসে বিপক্ষকে যে ঝটকা দেন, সেটা অনেক সময়েই সামলানো সম্ভব হয় না। এ দিন শুরুতে ফেরালেন পৃথ্বী শ এবং মিচেল মার্শকে। ওখানেই দিল্লির মনোবল ভেঙে গেল।

৪) দিল্লির দুর্বল ব্যাটিং বিভাগ। কোনও গভীরতা নেই। উপরের দিকের ব্যাটাররা ফিরে গেলে পরের দিকে সামাল দেওয়ার মতো কেউ নেই। আগের দিন সৌরভ বলেছিলেন অক্ষর পটেলকে উপরের দিকে তুলে আনা হবে। তিনি সাতে নেমেও মূল্যবান ৩৬ রান করলেন। কেন উপরে তুলে আনা হল না, তা দুর্বোধ্য।

৫) দিল্লির বোলিংয়ে অনভিজ্ঞতা। অনরিখ নোখিয়া দলে যোগ দিলেও, দিল্লিতে এখনও বোলিংর বিভাগে দুর্বলতা থেকে গিয়েছে। নোখিয়া গুরুত্বপূর্ণ সময়ে দু’টি উইকেট নিয়েছেন। কিন্তু বাকিদেরও সাহায্য দরকার হয়। খলিল আহমেদ, মুকেশ কুমাররা কোনও রকম সহযোগিতা করতে ব্যর্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন