IPL 2024

পরের আইপিএলে এক জন বোলারকে কেউ কিনবে না! কাকে নিয়ে ভবিষ্যদ্বাণী সহবাগের

কেবারেই ফর্মে নেই রবিচন্দ্রন অশ্বিন। তাঁর সেই ফর্ম দেখে বীরেন্দ্র সহবাগ মনে করছেন, পরের আইপিএলে অশ্বিনকে কোনও দল কিনবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২১:১৫
Share:

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলে আট ম্যাচ খেলে মাত্র দু’টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। একেবারেই ফর্মে নেই তিনি। অশ্বিনের সেই ফর্ম দেখে বীরেন্দ্র সহবাগ মনে করছেন, পরের আইপিএলে অশ্বিনকে কোনও দল কিনবে না।

Advertisement

টেস্টে ৫১৬টি উইকেট নেওয়া অশ্বিন টি-টোয়েন্টি ক্রিকেটে সফল নন বলে মনে করছেন সহবাগ। তিনি বলেন, “অশ্বিন বলছে উইকেট পাচ্ছে কি না সেটা বড় ব্যাপার নয়। একই কথা লোকেশ রাহুল বলেছিল। ও বলেছিল ব্যাটিংয়ের ক্ষেত্রে। রাহুলের স্ট্রাইক রেট কোনও বড় ব্যাপার নয়। কিন্তু পরিসংখ্যান ঠিক রাখা জরুরি। নাহলে পরের বছর নিলামে কেউ কিনবে না ওকে। এক জন বোলারকে কেনার সময় কোন জিনিসটা দেখা হবে? সে রান আটকাচ্ছে। ম্যাচে ২৫-৩০ রানের বেশি দিচ্ছে না। না কি উইকেট নিচ্ছে। ম্যাচের সেরা হচ্ছে।”

অশ্বিনের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন সহবাগ। তিনি বলেন, “যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদবেরা উইকেট নিচ্ছে। কিন্তু অশ্বিন মনে করছে অফস্পিন করলে সবাই খেলে দেবে। সেই কারণে ক্যারম বল করছে। কিন্তু উইকেট পাচ্ছে না। আমার মনে হয় ওর অফস্পিন বা ক্যারম বল করা উচিত। তাতেই উইকেট নিতে পারবে। অশ্বিন ভুল ভাবছে। আমি ওই দলের কোচ বা মেন্টর হলে এরকম ভাবতাম না। আমার দলের বোলার যদি উইকেট না নিয়ে রান আটকাতো আমি তাহলে তাকে দল থেকে বাদ দিতাম।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement