IPL 2023

সোমবার জিতলেই প্রথম চারে হার্দিকের গুজরাত

শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রশিদ খান। করেছিলেন ৩২ বলে অপরাজিত ৭৯। মেরেছিলেন দশটি ছয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ০৯:২৮
Share:

হার্দিক পাণ্ড্যের গুজরাত ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে প্লে-অফে পা প্রায় রেখেই দিয়েছে। ফাইল ছবি।

একটা দল প্রায় প্লে-অফে পৌঁছে গিয়েছে। অন্য দলটি খাদের কিনারায় দাঁড়িয়ে। এই অবস্থায় মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটানস এবং সানরাইজ়ার্স হায়দরাবাদ।

Advertisement

হার্দিক পাণ্ড্যের গুজরাত ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে প্লে-অফে পা প্রায় রেখেই দিয়েছে। সোমবারের ম্যাচটি জিতলেই সরকারি ভাবে প্লে-অফে চলে যাবে গুজরাত। আর হারলে বিদায় নেবে ১১ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া হায়দরাবাদ।

শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রশিদ খান। করেছিলেন ৩২ বলে অপরাজিত ৭৯। মেরেছিলেন দশটি ছয়। কিন্তু গুজরাতের বাকি ব্যাটসম্যানরা রান পাননি। বোলারদের মধ্যেও রশিদ খান ছাড়া কেউ সফল হননি। অধিনায়ক হার্দিকের কাজটা হল দলকে আবার ছন্দে ফিরিয়ে আনা।

Advertisement

হায়দরাবাদের সামনে লড়াইটা অত্যন্ত কঠিন। এডেন মার্করামের দল প্রায় ছিটকেই গিয়েছে প্লে-অফের লড়াই থেকে। আগের দিন লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পরে তাদের আশা প্রায় শেষ। রবিবারই আমদাবাদে এসে পৌঁছয় মার্করামের দল। ঘরের মাঠে গুজরাতকে হারাতে গেলে নিঃসন্দেহে নিজেদের সেরাটা দিতে হবে হায়দরাবাদ ক্রিকেটারদের। চলতি আইপিএলে হায়দরাবাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের ব্যাটসম্যানরা। মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠীরা রান পাচ্ছেন না। হ্যারি ব্রুক কেকেআরের বিরুদ্ধে ইডেনে প্রথম ম্যাচে শতরান করার পরে হারিয়ে গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন