Yash Dawal in IPL 2023

রিঙ্কুর হাতে পাঁচ ছক্কা খেয়ে অসুস্থ সেই বোলার, ওজন কমেছে সাত-আট কেজি, ফেরা অনিশ্চিত

গুজরাত টাইটান্সের পেসার যশ দওয়ালকে রিঙ্কু সিংহ পাঁচটি ছক্কা মারেন। কেকেআরের বিরুদ্ধে সেই ম্যাচের পর থেকে যশকে আর খেলাচ্ছে না গুজরাত। অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৩:৩৪
Share:

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংহ শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরেছিলেন। —ফাইল চিত্র

এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ভুলে যেতে চাইবেন যশ দয়াল। গুজরাত টাইটান্সের এই পেসারকে রিঙ্কু সিংহ শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরেছিলেন। সেই ম্যাচের পর থেকে যশকে আর খেলাচ্ছে না গুজরাত। কোথায় গেলেন তিনি? কেন খেলানো হচ্ছে না যশকে? উত্তর দিলেন হার্দিক পাণ্ড্য।

Advertisement

গুজরাতের অধিনায়ক হার্দিক জানিয়েছেন যে যশের মাঠে ফিরতে এখনও অনেকটা সময় প্রয়োজন। হার্দিক বলেন, “কেকেআর ম্যাচের পর অসুস্থ হয়ে পড়েছে যশ। কবে ফিরতে পারবে জানি না। সাত-আট কেজি ওজন কমে গিয়েছে ওর। মাঠে নামার মতো শরীরের অবস্থা নেই যশের। ওর পক্ষে এখনই মাঠে নামা সম্ভব হবে নয়।”

কেকেআরের বিরুদ্ধে শেষ ওভারে ৩১ রান দেন যশ। রিঙ্কু তাঁর শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জেতান। এ বারের আইপিএলে তিনটি ম্যাচ খেলেছেন যশ। হাতে ২৯ রান নিয়েও কলকাতার বিরুদ্ধে শেষ ওভারে হেরে যাওয়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন গুজরাতের বাঁহাতি পেসার। আমদাবাদে ২০৫ রান তাড়া করে জেতে কেকেআর। তার পর থেকেই যশকে আর প্রথম একাদশে দেখা যাচ্ছে না। যশের জায়গায় মোহিত শর্মা খেলছেন। অভিজ্ঞ মোহিত নজর কাড়ছেন গুজরাতের হয়ে।

Advertisement

গত বারের আইপিএলে গুজরাতের জয়ের পিছনে ভূমিকা ছিল যশের। ন’টি ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। এ বারে তাঁর জায়গা নেওয়া মোহিত চার ম্যাচে ছ’টি উইকেট নিয়েছেন। গত বছর তিনি দলের নেট বোলার ছিলেন। আইপিএলে গুজরাত দ্বিতীয় স্থানে রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ ম্যাচে ৫৫ রানে হারায় গুজরাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন