KKR

KKR: হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় কত নম্বরে কেকেআর

কলকাতাকে ইডেনে খেলতে গেলে তৃতীয় বা চতুর্থ স্থানের জন্যে লড়তে হবে। তবে সেটা হতে গেলে রাজস্থান এবং বেঙ্গালুরুকে বাকি ম্যাচগুলিতে হারতে হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ০০:১৪
Share:

কত নম্বরে কেকেআর। ফাইল ছবি

আইপিএলের দ্বিতীয় মরণ-বাঁচন ম্যাচেও জিতল কলকাতা। শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল ৫৪ রানে। জয়ের ফলে পয়েন্ট তালিকায় কলকাতা পয়েন্ট তালিকায় উঠে এল ষষ্ঠ স্থানে। ১৩ ম্যাচে কলকাতার সংগ্রহ ১২ পয়েন্ট। নেট রানরেট ০.১৬০। শেষ ম্যাচ কলকাতা খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। লোকেশ রাহুলের দলকে হারাতে পারলেই প্লে-অফে যাওয়ার আশা বেঁচে থাকবে কলকাতার।

টানা পঞ্চম ম্যাচে হেরে হায়দরাবাদ নেমে গেল আট নম্বরে। তবে তারাও প্লে-অফের দৌড়ে রয়েছে অঙ্কের হিসেবে। ১২ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১০। শেষ দু’টি ম্যাচে জিতলে তারাও নিজেদের লড়াইয়ে রাখতে পারবে। একই অবস্থায় পঞ্জাব কিংস। তাদের সুবিধা আরও বেশি। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা সাতে রয়েছে। শেষ দু’টি ম্যাচ যদি পঞ্জাব জেতে, তা হলে কলকাতা এবং হায়দরাবাদের দুই দলেরই লড়াই কঠিন হয়ে পড়বে।

Advertisement

১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গুজরাত ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে। লখনউও ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এক পা বাড়িয়ে রেখেছে। কলকাতাকে ইডেনে খেলতে গেলে তৃতীয় বা চতুর্থ স্থানের জন্যে লড়তে হবে। তবে সেটা হতে গেলে রাজস্থান এবং বেঙ্গালুরুকে বাকি ম্যাচগুলিতে হারতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement