KKR

IPL 2022: রাজস্থানের বিরুদ্ধে দলে অচেনা স্পিনার? কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ

পয়েন্ট তালিকায় কলকাতা নেমে গিয়েছে ছয় নম্বরে। এমন অবস্থায় দলে বদল এনে ম্যাচ জেতার চেষ্টা করবে তারা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৪:১৩
Share:
০১ ১২

হারতে হয়েছে হায়দরাবাদের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় কলকাতা নেমে গিয়েছে ছয় নম্বরে। এমন অবস্থায় দলে বদল এনে ম্যাচ জেতার চেষ্টা করবে তারা? দেখে নিন কলকাতার সম্ভাব্য একাদশ।

০২ ১২

বেঙ্কটেশ আয়ার: কলকাতা দলের বড় ভরসা এই ওপেনার। কিন্তু এ বারের আইপিএলে এখনও পর্যন্ত খুব একটা বিধ্বংসী রূপ দেখা যায়নি বেঙ্কটেশের। তবে তাঁকে এখনই বাদ দেওয়ার কথা ভাববে না দল। ব্যাটের সঙ্গে বল হাতেও দলকে সাহায্য করতে পারেন তিনি।

Advertisement
০৩ ১২

অ্যারন ফিঞ্চ: একটি মাত্র ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক। বিশ্ব ক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবেই পরিচিত তিনি। আরও কিছু সুযোগ যে তাঁকে দেওয়া হবে তা বলা যেতেই পারে।

০৪ ১২

শ্রেয়স আয়ার: চিন্তা বাড়ছে কলকাতার অধিনায়কের। ব্যাট হাতে তাঁকে যেমন দলের ভরসা হয়ে উঠতে হবে, তেমনই দলকে জেতাতেও হবে নেতৃত্ব দিয়ে। তাঁর উপর আস্থা রাখতেই হবে কলকাতার টিম ম্যানেজমেন্টকে।

০৫ ১২

নীতীশ রানা: হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর ব্যাটই কিছুটা মান রক্ষা করেছিল কেকেআর ব্যাটিংয়ের। রাজস্থানের বিরুদ্ধেও যে তাঁর উপর দল তাকিয়ে থাকবে সেটা বলাই যায়।

০৬ ১২

শেল্ডন জ্যাকসন: উইকেটের পিছনে দলের ভরসা হয়ে উঠেছেন শেল্ডন। সচিন তেন্ডুলকর তাঁর সঙ্গে তুলনা করেছিলেন ধোনির। ব্যাট হাতেও মাঝের ওভারে রান পেলে দলে নিজের জায়গা আরও পাকা করতে পারবেন তিনি। সাজঘরে বাবা অপরাজিতের মতো ক্রিকেটার বসে আছেন।

০৭ ১২

আন্দ্রে রাসেল: হায়দরাবাদের বিরুদ্ধে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছিল তাঁর। এ বারের আইপিএলে ব্যাট হাতে ছন্দে রয়েছেন রাসেল। দলের জয়ের পিছনেও বড় ভূমিকা নিচ্ছেন তিনি।

০৮ ১২

সুনীল নারাইন: খুব বেশি উইকেট না পেলেও তাঁর কৃপণ বোলিং মাঝের ওভারে বিপক্ষের রান আটকে দিচ্ছে। ব্যাট হাতেও আগের ম্যাচে চার নম্বরে নামিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এই ম্যাচেও তেমন কিছু দেখা যেতে পারে?

০৯ ১২

প্যাট কামিন্স: ব্যাট হাতে তাঁর ঝোড়ো ইনিংস ফের হয়তো জায়গা করে দেবে প্রথম একাদশে। কিন্তু বল হাতে বার বার ব্যর্থ হচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। তিন ম্যাচে ইতিমধ্যেই ১৪০ রান দিয়েছেন কামিন্স।

১০ ১২

উমেশ যাদব: এ বারের আইপিএলে কলকাতার সফলতম বোলার। ৬ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। রাজস্থানের বিরুদ্ধেও বল হাতে তাঁকেই শুরু করতে দেখা যেতে পারে।

১১ ১২

আমন খান: হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র এক ওভার বল করানো হয় তাঁকে। রাজস্থানের বিরুদ্ধে সোমবার তাই আরও একটা সুযোগ পেতেই পারেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে স্ট্রাইক রেটও বেশ ভাল তাঁর।

১২ ১২

অনুকুল রায়: বরুণ চক্রবর্তী বার বার রান দিয়ে ফেলছেন। উইকেটও পাচ্ছেন না তিনি। এমন অবস্থায় দলের অন্য স্পিনারদের সুযোগ দিয়ে দেখতেই পারে কলকাতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement