Rishabh Pant

IPL 2022: রোহিতদের উপরেই আজ নির্ভর করছে কোহলিদের ভাগ্য

ফ্যাফের দল ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে এখনও পর্যন্ত চতুর্থ স্থানে রয়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ঋষভরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ০৮:১৩
Share:

যুযুধান: রোহিতদের বিরুদ্ধে পরীক্ষা ঋষভদের। আইপিএল

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আজ গলা ফাটাবেন বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিরা। কারণ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে-অফ যাত্রা পুরোপুরি নির্ভর করছে দিল্লি ক্যাপিটালসের হারের উপরে। আজ, শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস জিতলে তারাই চলে যাবে প্লে-অফে। কিন্তু তারা হেরে গেলেই ইডেনে আসার ছাড়পত্র নিশ্চিত হয়ে যাবে আরসিবি শিবিরের।

Advertisement

ফ্যাফের দল ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে এখনও পর্যন্ত চতুর্থ স্থানে রয়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ঋষভরা। শনিবার মুম্বইকে তারা হারালেই উঠে আসবে চতুর্থ স্থানে। কারণ, আরসিবির নেট রানরেট -০.২৫৩। অন্য দিকে দিল্লির +০. ২৫৫। নেট রানরেটে এগিয়ে থাকায় আর দু’পয়েন্ট পেলেই প্লে-অফ যাত্রা নিশ্চিত হয়ে যাবে দিল্লির।

মরণ-বাঁচন ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে কোচ রিকি পন্টিং জানিয়ে দিলেন, অভিজ্ঞ ক্রিকেটারদের ব্যাটে রান দেখতে চান তিনি। বলেছেন, ‘‘ক্রিকেটারদের উপরে সম্পূর্ণ আস্থা রয়েছে আমার। মুম্বইয়ের বিরুদ্ধে শনিবার নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা ওরা করবেই। শেষ দু’টি ম্যাচ জিতে আমরা অনেকটাই আত্মবিশ্বাসী। আশা করব, শেষ ম্যাচেও দাপটের সঙ্গে খেলবে ছেলেরা।’’

Advertisement

পন্টিং মানছেন, চলতি মরসুমে অনেক উত্থান-পতনের সাক্ষী দিল্লি। একমাত্র তাদের শিবিরেই করোনা আতঙ্ক তৈরি হয়। পৃথ্বী শ অসুস্থ হওয়ায় ওপেনারও পরিবর্তন করতে হয় তাদের। কিন্তু শেষ ম্যাচে আরও লড়াকু দেখতে পাওয়ার আশ্বাস দিচ্ছেন কোচ। তাঁর কথায়, ‘‘বহু উত্থান-পতনের মধ্যেও আমরা ভাল ক্রিকেট উপহার দিয়েছি। প্রতিযোগিতার শেষের দিকে সেরা ক্রিকেট যে দল খেলতে পারে, তারাই সবচেয়ে লাভবান হয়।’’

মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনে যদিও বলে দিয়েছেন, ‘‘আমরা জেতার জায়গা থেকেও ম্যাচ হেরেছি। শেষ ম্যাচ জিতে মরসুম শেষ করতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন