MS Dhoni

MS Dhoni: মুকেশদের নিয়ে নতুন স্বপ্নের কথা ধোনির মুখে

মহেন্দ্র সিংহ ধোনি এ বারের আইপিএলে তাঁর শেষ ম্যাচ খেলে উঠে জানিয়ে দিলেন, পরের বছর তরুণদের নিয়ে নতুন উদ্যমে ফিরে আসবে চেন্নাই সুপার কিংস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২২ ০৭:৫২
Share:

ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনি এ বারের আইপিএলে তাঁর শেষ ম্যাচ খেলে উঠে জানিয়ে দিলেন, পরের বছর তরুণদের নিয়ে নতুন উদ্যমে ফিরে আসবে চেন্নাই সুপার কিংস। যাঁদের নেতৃত্বে দেখা যাবে তাঁকেই।

Advertisement

গতবারের চ্যাম্পিয়ন দল কেন এ বর প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না? অত্যন্ত সঙ্গত সেই প্রশ্নের জবাবে ধোনি বলেছেন, ‘‘অনেক নতুন ক্রিকেটারকে নিয়ে এ বারের দল তৈরি হয়েছিল। ওরা যে যে’কটা ম্যাচই খেলুক না কেন, অনেক কিছুই শিখেছে বলে আমি মনে করি। যেটা আগামী বছরের আইপিএলে ওদের অনেক পরিণত করে দেবে।’’ নবাগত পেসার মুকেশ চৌধরির উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘মুকেশ তো সব ম্যাচই খেলেছে। প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত ছেলেটার খেলা লক্ষ্য করলেই স্পষ্ট হয়ে যায়, ও কী ভাবে উন্নতি করেছে। বিশেষ করে ডেথ ওভারে যে ভাবে বল করছে, সেটা দেখে ইতিবাচক।’’ যোগ করেন, ‘‘এই আইপিএল থেকে যে ধরনের শিক্ষা মুকেশ পেল, তা পর্যালোচনা করেই নিজেকে উন্নত করে তুলতে হবে। আমরা নতুন ক্রিকেটারদের কাছ থেকে এটাই চাই।’’ যোগ করেন, ‘‘একবার ওরা অভিজ্ঞতা অর্জন করে ফেললে পরের বারের লড়াইয়ের আঙ্গিক এ বারের মতো থাকবে না। আমরা সেটাই চাইছি। ওরা যেটুকু সুযোগ পেয়েছে, তা দারুণ কাজে লাগিয়েছে। এটাও কম কথা নয়।’’

উঠে এসেছে চেন্নাই সুপার কিংসের নতুন ‘লাসিথ মালিঙ্গা’ মাসিথা পাথিরানার প্রসঙ্গও। যাঁকে নিয়ে চেন্নাই সুপার কিংস অধিনায়ক বলেন, ‘‘ও আমাদের দলের মালিঙ্গা। খুব ভাল ক্রিকেটার। ওর বিরুদ্ধে রান করা কঠিন। ’’

Advertisement

নিয়মরক্ষার ম্যাচ আজ পঞ্জাব-হায়দরাবাদের: প্লে-অফে যাওয়ার আশা নেই দুই দলেরই। এই অবস্থায় রবিবার আইপিএলে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজ়ার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংস। পয়েন্ট টেবলের শীর্ষে থাকা গুজরাত টাইটান্সকে যখন আরসিবি হারায়, তখনই পঞ্জাব ও হায়দরাবাদের প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে যায়। সানরাইজ়ার্স এই ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাবে না। তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম আসন্ন, তাই তিনি নিউজ়িল্যান্ডে ফিরে গিয়েছেন। টানা হারের ধাক্কা সামলে শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরলেও লাভ হয়নি সানরাইজ়ার্সের। অন্য দিকে ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে এ মরসুমে মায়াঙ্কআগরওয়ালের পঞ্জাবকে। দেখার শেষ ম্যাচে কোন দল টেক্কাদিতে পারে প্রতিপক্ষকে।

ওয়ার্নারের মতো উৎসব অশ্বিনের: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসকে জিতিয়েই বুক ঠুকে হুঙ্কার দিতে শুরু করেছিলেন আর অশ্বিন। যে রকম উৎসব করতে তাঁকে সাধারণত দেখা যায় না। কেন এ রকম উৎসব করলেন তিনি? শুক্রবার ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয়েছিল অশ্বিনকে। যাঁর জবাবে হাসতে হাসতে ম্যাচের সেরা ক্রিকেটার বলেন, ‘‘আমার ভিতর থেকে ডেভিড ওয়ার্নারকে টেনেবার করলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন