IPL 2023

নতুন মাইলফলক স্পর্শ শুভমনের, আইপিএলে কোহলির কোন কীর্তি ছুঁলেন তিনি?

এ বারের আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন শুভমন। গুজরাত টাইটান্সের তরুণ ব্যাটারের ব্যাট থেকে এসেছে দু’টি শতরান। কমলা টুপি জেতার দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১১:০২
Share:

আইপিএলে কোহলির নজির স্পর্শ করলেন শুভমন। ছবি: আইপিএল।

আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ করলেন শুভমন গিল। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিরাট কোহলির নজির ছুঁলেন গুজরাত টাইটান্সের তরুণ ওপেনার। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এক আইপিএলে ৭০০ রান করার কৃতিত্ব গড়লেন তিনি।

Advertisement

অনবদ্য ছন্দে রয়েছেন শুভমন। এ বারের আইপিএলে দু’টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। কমলা টুপির দৌড়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। মঙ্গলবার মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে করেছেন ৩৮ বলে ৪২ রান। এই ম্যাচ পর্যন্ত এ বারের আইপিএলে তিনি করলেন ৭২২ রান। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এক আইপিএলে ৭০০ বা তার বেশি রান করার নজির গড়লেন শুভমন। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন কোহলি। তাঁর পর শুভমন দ্বিতীয় ভারতীয় হিসাবে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।

ভারতের দু’জন হলেও ছ’জন বিদেশি ক্রিকেটারের এই নজির রয়েছে। ২০২২ সালে জস বাটলার করেছিলেন ৮৬৩ রান। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার করেছিলেন ৮৪৮ রান। ২০১৮ সালে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছিল ৭৩৫ রান। ২০১২ সালের প্রতিযোগিতায় ক্রিস গেল করেছিলেন ৭৩৩ রান। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটার ২০১৩ সালের আইপিএলেও করেছিলেন ৭০৮ রান। একমাত্র তিনিই দু’টি আইপিএলে ৭০০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করেছেন। ২০১৩ সালে মাইকেল হাসি করেছিলেন ৭৩৩ রান।

Advertisement

এ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি করেছেন ৭৩০ রান। তাঁর দল প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও কমলা টুপির দৌড়ে তিনিই রয়েছেন শীর্ষে। তাঁকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে শুভমনের সামনে। গুজরাত ফাইনালে উঠতে না পারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। অর্থাৎ, আরও অনন্ত একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। সেই ম্যাচে ৯ রান করতে পারলেই এ বারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে কমলা টুপি জিতবেন শুভমন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন