IPL 2023

নাইট শিবিরের গোপন কথা জেনে ফেলেছেন মার্করাম! ‘গুপ্তচর’ই ভরসা হায়দরাবাদের

শুক্রবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে নাইট শিবিরের পরিকল্পনা জেনে ফেলেছেন হায়দরাবাদের অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ২১:১৯
Share:

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে তৈরি সানরাইজার্স হায়দরাবাদ। —ফাইল চিত্র

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামার আগে আত্মবিশ্বাসী সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক আইডেন মার্করাম। সমীহ করলেও কেকেআরকে ভয় পাচ্ছেন না তিনি। তার কারণ, নাইট শিবিরের গোপন কথা নাকি তিনি জেনে ফেলেছেন। সেই অনুযায়ী পরিকল্পনাও তৈরি করে ফেলেছেন তাঁরা।

Advertisement

কেকেআরের বিরুদ্ধে খেলতে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে মার্করাম বলেন, ‘‘জানি ওরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। ওদের দিনে ওরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু আমরাও আমাদের শক্তি জানি। সেই হিসাবে আমরা খেলব। ওরা যাতে ডেথ ওভারে বেশি রান না করতে পারে সে দিকে বিশেষ ভাবে নজর দিচ্ছি।’’

আগের দু’টি ম্যাচেই ২০০ রানের বেশি করেছে কেকেআর। তাই কলকাতার ব্যাটারদের বিরুদ্ধে আলাদা করে পরিকল্পনা করতে হয়েছে হায়দরাবাদকে। রিঙ্কু সিংহ, শার্দূল ঠাকুরদের আটকে রাখার মতো বোলিং লাইন আপ তাঁদের আছে বলে জানিয়েছেন মার্করাম। তিনি বলেন, ‘‘আমাদের দলে ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলার রয়েছে। সঙ্গে উমরান মালিকের পেস ও মার্কো জানসেনের বাঁ হাতি বোলিং রয়েছে। আশা করছি ওদের আটকে রাখতে পারব।’’

Advertisement

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে হায়দরাবাদের নায়ক হয়ে উঠেছিলেন রাহুল ত্রিপাঠি। তিনি আবার প্রাক্তন নাইটও বটে। রাহুলের কাছ থেকে অনেক তথ্য তাঁরা পেয়েছেন বলে জানিয়েছেন মার্করাম। হায়দরাবাদের অধিনায়ক বলেন, ‘‘রাহুল আমাদের অনেক কিছু বলেছে। প্রতিপক্ষের ক্রিকেটার দলে থাকার এটাই সুবিধা। সেই সব তথ্য নিয়ে আমরা পরিকল্পনা করেছি। আশা করছি মাঠে কাজে লাগাতে পারব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন