Iran

কুস্তি বিশ্বকাপে মার্কিন প্রতিযোগীদের ঢুকতে দেবে না ইরান

ইটের জবাবে পাটকেল দিল ইরানও। নিজেদের দেশে আসন্ন বিশ্বকাপের সময় মার্কিন কুস্তিগীরদের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করে দিল ইরান সরকার। চলতি মাসের ১৬-১৭ তারিখে ফ্রিস্টাইল কুস্তির বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ইরানের রাজধানী তেহরানে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:২২
Share:

ইরানের ট্রাম্পকার্ড!

ইটের জবাবে পাটকেল দিল ইরানও। নিজেদের দেশে আসন্ন বিশ্বকাপের সময় মার্কিন কুস্তিগীরদের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করে দিল ইরান সরকার। চলতি মাসের ১৬-১৭ তারিখে ফ্রিস্টাইল কুস্তির বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ইরানের রাজধানী তেহরানে।

Advertisement

ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বাহরাম ঘাসেমিকে উদ্ধৃত করে জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন কুস্তিগীরদের প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিই সিদ্ধান্ত নিয়েছে, মার্কিন প্রতিযোগীদের দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না।

সম্প্রতি সাতটি মুসলিম রাষ্ট্রের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশ ‘নিষিদ্ধ’ করেন ডোনাল্ড ট্রাম্প। দেশকে সন্ত্রাসমুক্ত এবং নিরাপদ রাখতেই এমন পদক্ষেপ তাঁর দাবি। বিশ্ব জুড়ে নিন্দার ঝড় ওঠে এ নিয়ে। এমনকী একটি মার্কিন আদালত পর্যন্ত এই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করেছে। ট্রাম্পের এই নিষেধাজ্ঞার পাল্টা হিসেবেই যে ইরানের এই ঘোষণা তা যথেষ্টই পরিষ্কার।

Advertisement

১৯৯৮ সালে তখতি কাপে শেষ ইরানের মাটিতে মার্কিন কুস্তিগীররা লড়েছিলেন। এবারে ফ্রিস্টাইল কুস্তি বিশ্বকাপে অংশগ্রহণ করার কথা। কিন্তু তা অনিশ্চিত হয়ে পড়ল।

এই বিশ্বকাপের আয়োজন করে ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং। তাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া জানা যায়নি মার্কিন কুস্তি সংস্থারও।

আরও পড়ুন- বিশ্বরেকর্ডের মঞ্চে লিয়েন্ডারের সঙ্গী বাছা নিয়ে জোর নাটক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন