Ben Stokes

‘ভারতীয় দলে যদি একটা বেন স্টোকস থাকত...’

ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বেন স্টোকস করেছেন ১৭৬। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৭ বলে করেছেন অপরাজিত ৭৮। নিয়েছেন তিন উইকেট। তিনিই ম্যাচের সেরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ১৬:২১
Share:

দ্বিতীয় টেস্টে সেরার পুরস্কার হাতে বেন স্টোকস। ছবি টুইটার থেকে নেওয়া।

ঈশ! ভারতেরও যদি একটা ‘বেন স্টোকস’ থাকত! আক্ষেপ ইরফান পাঠানের।

Advertisement

একার দক্ষতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে তফাত গড়ে দিয়েছিলেন বেন স্টোকস। তাঁর দাপটেই ওই টেস্টে ১১৩ রানে জিতেছে জো রুটের দল। এবং তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। জয়ের নেপথ্যে ব্যাটে-বলে স্টোকসের পারফরম্যান্স। সব মিলিয়ে তিনি করেছেন ২৫৪ রান। প্রথম ইনিংসে তিনি করেছেন ১৭৬। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৭ বলে করেছেন অপরাজিত ৭৮। নিয়েছেন তিন উইকেট। সেই তিন উইকেটের মধ্যে আবার জেরেমাইন ব্ল্যাকউডের গুরুত্বপূর্ণ উইকেটও রয়েছে।

স্টোকসের পারফরম্যান্স দেখে প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান টুইট করেছেন, “বেন স্টোকসের মতো ম্যাচ-উইনার অলরাউন্ডার থাকলে বিশ্বের যে কোনও জায়গায় ভারতীয় দল অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।” ভারতীয় দলে এখন অলরাউন্ডার বলতে হার্দিক পাণ্ড্যকেই ধরা হয়। কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে তাঁর। তা ছাড়া চোটেও বড্ড ভুগতে হয় তাঁকে। বিকল্প অলরাউন্ডার হিসেবে বিজয় শঙ্কর আছেন। কিন্তু স্টোকসের পারফম্যান্স বাকি অলরাউন্ডারদের সবার চেয়ে অনেক এগিয়ে। তিনি এখন বিশ্বের সেরা অলরাউন্ডার। টেস্টে ব্যাটসম্যান হিসেবেও তালিকায় তিনে রয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: ‘কাঁধে বল লাগলেও সে দিন সচিনকে আউট দিয়ে কোনও ভুল করিনি’​

আরও পড়ুন: অগস্টে হতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন