Dave Richardson

টেস্ট ক্রিকেট কি মৃতপ্রায়? আইসিসি চেয়ারম্যান শশাঙ্কের উল্টো সুরে মন্তব্য সিইও রিচার্ডসনের

কুড়ি ওভারের ক্রিকেটের উত্থানে কি টেস্ট ক্রিকেট তার জৌলুস হারাচ্ছে? শশাঙ্ক মনোহর ফেব্রুয়ারির গোড়ায় বলেছিলেন যে মানুষের আর সময় নেই পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেট দেখার। টেস্ট ক্রিকেট মৃতপ্রায় বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১৪:৩০
Share:

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আগ্রহ বাড়াবে টেস্ট নিয়ে, দাবি রিচার্ডসনের। ছবি: এএফপি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান শশাঙ্ক মনোহর কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটকে ‘মৃতপ্রায়’ বলে চিহ্নিত করেছিলেন। কিন্তু এরই উল্টো সুরে কথা বললেন আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন

Advertisement

কুড়ি ওভারের ক্রিকেটের উত্থানে কি টেস্ট ক্রিকেট তার জৌলুস হারাচ্ছে? শশাঙ্ক মনোহর ফেব্রুয়ারির গোড়ায় বলেছিলেন যে মানুষের আর সময় নেই পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেট দেখার। টেস্ট ক্রিকেট মৃতপ্রায় বলেও মন্তব্য করেন তিনি।

গত বছর আইসিসি-র সমীক্ষা থেকে পাওয়া সংখ্যার ভিত্তিতে মনোহরের উল্টো সুরে মন্তব্য করেন রিচার্ডসন। তবে শশাঙ্কের বিরোধিতা যে তিনি করছেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন আইসিসি-র সিইও। এক ক্রিকেট ওয়েবসাইটে রিচার্ডসনের কথায়, “মনোহর বোঝাতে চেয়েছেন যে টেস্ট ক্রিকেটে আরও তাৎপর্য আনা দরকার। অনেক ক্ষেত্রেই এমন সিরিজ হয়, বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে যার কোনও আকর্ষণ থাকে না।”

Advertisement

বিসিসিআই যে ক্রিকেটারদের নির্বাসিত করেছে, তাঁদের নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে মোট রানে রোহিত, গাপ্টিলের পরেই এখন বিরাট​

আরও পড়ুন: ল্যাঙ্গারের মতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটসম্যান কে জানেন?​

এই আবহেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্ব তুলে ধরেছেন রিচার্ডসন। বলেছেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে টেস্ট ক্রিকেট বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। যেই খেলুক না কেন, আগ্রহ থাকবে সবার। মনোহর সেটাই বলতে চেয়েছেন। যে টেস্ট ক্রিকেটের এই প্রমোশনের প্রয়োজন ছিল।” তিনি আরও বলেন, “১০-২০ বছর আগে মানুষ যে ভাবে টেস্ট ক্রিকেট দেখত, এখন আর সেই ভাবে দেখে না। তবে টেস্টকে মৃতপ্রায় বলে মনে করি না। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্টকে আরও প্রাসঙ্গিক করে তুলবে, আগ্রহ বাড়াবে।”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন