ISL 2020

ফক্সের চোট নিয়ে এখনও ধোঁয়াশায় ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ৫ তারিখ। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচে ফক্সকে কি পাওয়া যাবে? এখনই নিশ্চিত নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

Advertisement
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ২১:৩১
Share:

শনিবারের ম্যাচে ড্যানি ফক্স নামবেন কিনা, তা এখনও পরিষ্কার নয়। ছবি-ভিডিয়ো থেকে।

ইস্টবেঙ্গলের চিন্তা বাড়াচ্ছে ড্যানিয়েল ফক্সের চোট। গতকাল মুম্বই সিটির বিরুদ্ধে খেলার ৫ মিনিটে চোট পেয়ে উঠে যান লাল-হলুদ ক্যাপ্টেন। তার পরেই ইস্টবেঙ্গল রক্ষণের কঙ্কাল বেরিয়ে পড়ে।

Advertisement

মুম্বইয়ের আক্রমণে ভেসে যায় ইস্টবেঙ্গল ডিফেন্স। ফক্সের চোট কতটা গুরুতর, সে ব্যাপারে ধোঁয়াশায় ইস্টবেঙ্গল।

লাল-হলুদের সহকারি কোচ টনি গ্রান্ট এ দিন ফক্সের চোট প্রসঙ্গে বলেন, “ওর চোট ঠিক কতটা, সেই ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই। আগামী ২ দিনের মধ্যে ড্যানির চোট নিয়ে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারব।”

Advertisement

আরও পড়ুন: ওডিশার জন্য তৈরি হাবাস, মার্সেলিনহোকে থামানোর ছক তৈরি

ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ৫ তারিখ। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচে ফক্সকে কি পাওয়া যাবে? এখনই নিশ্চিত নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

গ্রান্ট বলছেন, “শনিবারের ম্যাচে ড্যানি নামতে পারবে কিনা, তা এখনই বলা কঠিন। ওর পা এখনও ফুলে রয়েছে। স্ক্যান করতে হবে। ওর চোট নিয়ে সঠিক তথ্য এখন আমাদের কাছে নেই।”

টানা ২ ম্যাচ হেরে চাপে ইস্টবেঙ্গল। তার উপরে ড্যানি ফক্সের চোট আরও চিন্তা বাড়িয়ে দিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন