Football

এ বার এসসি ইস্টবেঙ্গলে উইগান অ্যাথলেটিকের গার্নার?

৩২ বছরের এই ইংরেজ স্ট্রাইকার ব্ল্যাকবার্ন রোভার্স, রেঞ্জার্সের মতো দলে খেলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১০:২৯
Share:

জল্পনা: এসসি ইস্টবেঙ্গলে আসতে পারেন জো গার্নার। ছবি: উইগান অ্যাথলেটিকের সৌজন্যে

শুক্রবার ডার্বির আগে জল্পনা তুঙ্গে এসসি ইস্টবেঙ্গলের সপ্তম বিদেশি নিয়ে। যাঁর নাম জোরালো ভাবে শোনা যাচ্ছে, তিনি হলেন উইগান অ্যাথলেটিকের স্ট্রাইকার জো গার্নার। ইতিমধ্যেই তিনি উইগানের কাছে দল ছাড়ার আবেদন জমা দিয়েছেন। সেই আবেদন মঞ্জুর হয়েছে বলেই জানিয়েছে দলের মুখপত্র উইগান টুডে।

Advertisement

৩২ বছরের এই ইংরেজ স্ট্রাইকার ব্ল্যাকবার্ন রোভার্স, রেঞ্জার্সের মতো দলে খেলেছেন। ২০১৮ সাল থেকে তিনি খেলছেন উইগানের হয়ে। ৭০ ম্যাচে ১৩টি গোল করেছেন তিনি। ৭ গোল করে তিনিই এই মরসুমে এখনও অবধি দলের সর্বোচ্চ গোলদাতা। ইস্টবেঙ্গলের ড্যানি ফক্স এবং অ্যান্থনি পিলকিংটনের সঙ্গে উইগানেই খেলেছিলেন গার্নার। পুরনো সতীর্থদের সঙ্গেই তিনি যোগ দিতে চলেছেন বলে খবর।

ডার্বির আগে সপ্তম বিদেশির সন্ধান কি তবে পেয়ে গিয়েছে লাল-হলুদ? তবে গার্নার ইস্টবেঙ্গলে এলেও এখনই সই করতে পারবেন না। তাঁকে অপেক্ষা করতে হবে ট্রান্সফার উইন্ডো খোলার।

Advertisement

আরও পড়ুন: অভিনব ক্যামেরায় মহড়া চলল লাল-হলুদে

আরও পড়ুন: ডার্বির আগে অনুশীলনে দুই প্রধান, চোটের জন্য ছিটকে গেলেন সুসাইরাজ​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন