শুভ ঘোষ

এটিকে মোহনবাগান ছেড়ে কেরলে কিবুর সংসারে শুভ ঘোষ

গত বার মোহনবাগানের আই লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। আটটি ম্যাচে মোট তিনটি গোল করেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৬:৫২
Share:

মোহনবাগানের হয়ে খেলার সময় শুভ ঘোষ। ফাইল ছবি

এটিকে মোহনবাগান ছেড়ে এ বার পুরনো গুরু কিবু ভিকুনার দলে পাড়ি দিলেন শুভ ঘোষ। কেরল ব্লাস্টার্সে যোগ দিলেন তিনি। চুক্তি করলেন ২০২৩ পর্যন্ত।

Advertisement

এটিকে-র সঙ্গে সংযুক্তিকরণ হওয়ার আগে পর্যন্ত মোহনবাগানে ছিলেন শুভ। গত বার মোহনবাগানের আই লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। আটটি ম্যাচে মোট তিনটি গোল করেছিলেন। এটিকে মোহনবাগানের সংযুক্তি হওয়ার পর কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসও শুভকে দলে রাখতে চেয়েছিলেন। তবে মূল দলে না থেকে তিনি ছিলেন দ্বিতীয় ডিভিশনের দলে।

ANOTHER ONE! 😍

Welcome to the KBFC Family, Subha Ghosh!

The young forward is ready to don 🟡 till 2023 ✍️#SwagathamSubha #YennumYellow pic.twitter.com/fiwMOAv7Xa

Advertisement

তৎকালীন মোহনবাগান কোচ কিবু সুপার-সাব হিসেবে শুভকে মূলত ব্যবহার করতেন। শেষ দিকে নেমে একাধিক ম্যাচে গোল করে দলকে পয়েন্ট এনে দিয়েছিলেন শুভ। তাঁর সেই ভূমিকার প্রশংসা করেছিলেন কিবু নিজেই।

আরও খবর: চতুর্থ জয়, ভারতের সফলতম অ্যাওয়ে ভেন্যু এখন এমসিজি

আরও খবর: ফের করোনা, বাতিল হয়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি-এভার্টনের ম্যাচ

পুরনো গুরুর সঙ্গে ফের সাক্ষাৎ হতে চলেছে শ্যামনগরের এই ফুটবলারের। গোল সমস্যায় ভুগছে কেরল। সেই সংকট কাটাতেই শুভকে দলে চাইছেন কিবু। মোহনবাগানে আসতে চলেছেন কেরলের নংদোম্বা নাওরেম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন