Glenn Maxwell

ব্যাটিংয়ের পক্ষে কঠিন ছিল উইকেট! ধোনির হয়ে সওয়াল ম্যাক্সওয়েলের

বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ধোনির মন্থর ব্যাটিং হয়েছে প্রবল সমালোচিত। এই আবহেই ধোনির হয়ে সওয়াল করেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২১
Share:

ম্যাক্সওয়েল মুখ খুললেন ধোনির পাশে দাঁড়িয়ে।

বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজাত ছন্দে দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচিত হয়েছেন তিনি। আর এমন আবহেই অপ্রত্যাশিত ভাবে একজন অস্ট্রেলীয়কে পাশে পাচ্ছেন এমএসডি।

Advertisement

৩৭ বলে রবিবার ২৯ রানে অপরাজিত ছিলেন ধোনি। ইনিংসের শেষের দিকে খুচরো রান নিতে অস্বীকার করেন তিনি। শেষ ওভারে তো ছয়টি বলই খেলেন তিনি। এই ব্যাপারে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম কারিগর গ্লেন ম্যাক্সওয়েল মুখ খুলেছেন ধোনির হয়ে। তাঁর সওয়াল, “ধোনি সম্ভবত ঠিক কাজই করেছে। এই উইকেটে কঠিন ছিল ব্যাটিং। তার উপর যুজবেন্দ্র চহালের মতো কেউ, যে কিনা পাওয়ার-হিটিংয়ের জন্য পরিচিত নয়, তার পক্ষে কাজটা আরও কঠিন হত। আর এমএস তো বিশ্বমানের ফিনিশার হয়েও ব্যাটে-বলে করতে গিয়ে মুশকিলে পড়ছিল।”

ম্যাক্সওয়েল আরও বলেন, “এই কারণেই মনে হয় ধোনি ঠিক করেছে স্ট্রাইক হাতছাড়া না করে। শেষ ওভারে তো ছয়ও মেরেছিল। আর একটা ছয় মারা সত্ত্বেও শেষ ওভারে ভারত তুলেছিল মাত্র সাত রান। এটাই বোঝায় যে কত কঠিন ছিল ব্যাটিং। ধোনিকে যদি শেষ কয়েক ওভারে একটার বেশি বাউন্ডারি মারতে না দেওয়া হয়, তবে তা বড় কৃতিত্বেরও।”

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: চার উইকেট নিয়ে সেরা ঝুলন, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতলেন মিতালিরা​

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ৮০০০ রান, প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড রায়নার

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন