Davide Astori

হোটেলের ঘরে মিলল ইতালির ডিফেন্ডারের মৃতদেহ

ইতালীয় সংবাদমাধ্যম বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই ফুটবলারের। যদিও স্থানীয় পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টই প্রমাণ করবে মৃত্যুর প্রকৃত কারণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৮ ১০:০৫
Share:

প্রয়াত ফুটবলার দাভিদে আস্তোরি। ছবি: টুইটার

আন্তর্জাতিক ফুটবল মহলে শোকের ছায়া। মাত্র ৩১ বছর বয়সে আচমকাই মারা গেলেন ইতালির জাতীয় দল ও ইতালীয় ক্লাব ফিওরেন্তিনা-র স্টপার দাভিদে আস্তোরি। ফিওরেন্তিনার অধিনায়কও ছিলেন তিনি। রবিবার সকালে অধিনায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর ক্লাব সতীর্থরা।

Advertisement

ফিওরেন্তিনা ক্লাব ও ইতালীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, ‘‘হঠাৎ অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তাঁদের অধিনায়কের। সকালে হোটেলের বন্ধ ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় ভেঙে পড়েছেন ক্লাব কোচ স্তেফানো পিওলি-সহ গোটা দল।’’ ইতালীয় সংবাদমাধ্যম বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই ফুটবলারের। যদিও স্থানীয় পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টই প্রমাণ করবে মৃত্যুর প্রকৃত কারণ।

২০০৬ সাল থেকে এসি মিলানের সিনিয়র দলে খেলা ৩১ বছরের আস্তোরি ২০১৫ সালে ফিওরেন্তিনায় যোগ দেন। ২০০৮ সালে ক্যাগিলারিতে যোগ দেন তিনি। ওই ক্লাবের হয়ে কেরিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। এরপর ২০১৫তে এএস রোমায় খেলে ফিওরেন্তিনা ক্লাবে যোগ দেন আস্তোরি। ২০১০ সালে আইভোরি কোস্টের বিরুদ্ধে এবং ২০১১ তে ইউক্রেনের বিরুদ্ধে ইতালির জাতীয় দলে খেলেছেন তিনি। ২০১৩ কনফেডারেশন কাপে উরুগুয়ের বিপক্ষে তার একমাত্র আন্তর্জাতিক গোলও রয়েছে। ইতালিয়ান লিগ সেরি আ-তে এখন দশম স্থানে আছে আস্তোরির দল। ক্লাবের পরবর্তী ম্যাচ ছিল উদিনেসেক বিরুদ্ধে। কিন্তু আস্তোরির আকস্মিক মৃত্যুর জন্য ম্যাচটি আপাতত স্থগিত রাখা হয়েছে। আস্তোরির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন সেরি আ লিগ কর্তৃপক্ষও। তাঁরা আস্তোরির পরিবার, বন্ধুবর্গ ও ক্লাবের প্রতি সহানুভূতি জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Advertisement

ফিওরেন্তিনা ক্লাবের তরফে টুইট

আস্তোরির এই আকস্মিক মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যাতেও রেঞ্জি। তিনি বলেছেন, ‘‘এখনও বিশ্বাস হচ্ছে না এই খবর। আমি তাঁর পরিবার ও ফিওরেন্তিনা ক্লাবের সবাইকে সমবেদনা জানাই। বিদায় অধিনায়ক।’’

সেরি আ কর্তৃপক্ষও ম্যাচ স্থগিত রাখার প্রস্তাব দিয়ে জানিয়েছে, ‘‘এই দুঃসংবাদে মর্মাহত। গোটা সেরি আ পরিবার দাভিদে আস্তোরির ক্লাব ও পরিবারের পাশে আছে।’’

সেরি আ কর্তৃপক্ষ আস্তোরির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে টুইট করেছে

তাঁর পূর্বতন ক্লাব ক্যাগিলারি-র ফুটবলার ও তাঁর প্রাক্তন সতীর্থ রাদ্‌জা নাইগোলান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘এক মহান খেলোয়াড়, তার থেকেও বড় মানুষ আস্তোরি। ক্যাগিলারিতে কত লড়াই লড়েছি আমরা দুজনে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না।’’ এসি মিলান কোচ জেনারো গাতুসো টুইটে জানিয়েছেন, ‘‘এই মর্মান্তিক খবর শোনার পরে ডার্বি নিয়ে একটুও ভাবতে পারছি না।’’

আরও পড়ুন: তিনশো গোল করে নয়া কীর্তি রোনাল্ডোর

নিঃসন্দেহে বড় ক্ষতি ইতালীয় ক্লাব ফুটবলে। এই তরুণ ফুটবলারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্য দেশ ও ক্লাবের ফুটবলাররাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন