Sports News

টেস্ট র‌্যাঙ্কিংয়ে অশ্বিনকে ছাপিয়ে শীর্ষে জাডেজা

নিজের সতীর্থর কাছেই শীর্ষ স্থান হারালেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ফর্মে রয়েছেন রবীন্দ্র জাডেজা। কখনও ব্যাট হাতে তো কখনও বল হাতে। তৃতীয় টেস্টে রাঁচীতে এক ইনিংসে হাফ সেঞ্চুরি তো এসেছেই সঙ্গে পুরো ম্যাচে এসেছে ন’উইকেট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৫:০৬
Share:

রবীন্দ্র জাডেজা। ছবি: রয়টার্স।

নিজের সতীর্থর কাছেই শীর্ষ স্থান হারালেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ফর্মে রয়েছেন রবীন্দ্র জাডেজা। কখনও ব্যাট হাতে তো কখনও বল হাতে। তৃতীয় টেস্টে রাঁচীতে এক ইনিংসে হাফ সেঞ্চুরি তো এসেছেই সঙ্গে পুরো ম্যাচে এসেছে ন’উইকেট। পুরো সিরিজে জাডেজার এখও পর্যন্ত উইকেট ২১। যার ফল দীর্ঘদিন শীর্ষ স্থান আগলে বসে থাকে ভারতীয় স্পিনার নেমে গেলেন দ্বিতীয় স্থানে। তাঁকে ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা। ৮৯৯ পয়েন্ট নিয়ে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন রবীন্দ্র জাডেজা। ৮৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেন অশ্বিন। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ রয়েছেন তিন নম্বরে। চারে অস্ট্রেলিয়া জোস হ্যাজেলউড ও পাঁচে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ৯০০ পয়েন্ট থেকে মাত্র এর পয়েন্ট পিছনে রয়েছেন জাডেজা। পেয়ে গেলে তৃতীয় ভারতীয় হবে তিনি। এর আগে ছিলেন অশ্বিন বিষেন সিংহ বেদী।

Advertisement

আরও খবর: আমার দেখা সেরা পার্টনারশিপ: কোহালি

তৃতীয় টেস্টে ডবল সেঞ্চুরি করে ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের চেতেশ্বর পূজারা। এটাই তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং। শীর্ষে থেকে গেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। পূজারার পয়েন্ট ৮৬১। অনেকটা এগিয়ে ৯৪১ পয়েন্ট নিয়ে রয়েছেন স্মিথ। তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। ভারত অধিনায়ক বিরাট কোহালি থাকলেন চারে। পাঁচে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। অল-রাউন্ডার র‌্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন হল না। শীর্ষে থেকে গেলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ভারতের অশ্বিন ও জাডেজা। ইংল্যান্ডের বেন স্টোকস রয়েছেন চারে। পাঁচে অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন