Olympics

পিছোচ্ছে অলিম্পিক্স, জাপানের প্রধানমন্ত্রীর অনুরোধে সম্মত আইওসি প্রধান

আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের কাছে মেগা ইভেন্ট পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

Advertisement

সংবাদ সংস্থা

টোকিয়ো শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৯:২৪
Share:

হয়তো পিছিয়েই যেতে চলেছে এ বারের অলিম্পিক্স। —ফাইল চিত্র।

করোনা-ভাইরাসের কোপে এ বার হয়তো পিছিয়েই যেতে চলেছে টোকিয়ো অলিম্পিক্স। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টেলিফোনে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের সঙ্গে যোগাযোগ করে মেগা ইভেন্ট পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। পরে সাংবাদিকদের আবে জানান, বাখ তাঁর অনুরোধে সাড়া দিয়েছেন।

Advertisement

করোনাভাইরাসের থাবায় বেসামাল একের পর এক দেশ। ক্রীড়াক্ষেত্রের মেগা সব ইভেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে। পরিস্থিতির উন্নতি যদি না হয়, তা হলে টোকিয়ো অলিম্পিক্সও হয়তো বছর খানেক পিছিয়ে যাবে। এরকম জল্পনা চলছিলই।

মঙ্গলবার আবে বলেন, ‘‘আমরা প্রেসিডেন্ট বাখকে এক বছর গেমস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম যাতে অ্যাথলিটরা নিজেদের সেরাটা তুলে ধরতে পারে।’’ তাঁর বক্তব্যের সঙ্গে বাখ সহমত পোষণ করেন বলেই জানান আবে। জাপান প্রধানমন্ত্রীর বক্তব্যে দেওয়ালিলখন হয়তো স্পষ্ট ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ পিছিয়েই যাচ্ছে এক বছর। আগামী বছর হয়তো হতে চলেছে অলিম্পিক্স।

Advertisement

আরও পড়ুন: করোনা-আবহে বাতিল বোর্ড-ফ্র্যাঞ্চাইজি কর্তাদের বৈঠক, আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

এ দিকে একাধিক দেশ অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার জন্য চাপ বাড়াতে শুরু করে দিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির উপরে। কানাডা জানিয়েছিল, টোকিয়ো অলিম্পিক্সে তারা অংশ নেবে না। অস্ট্রেলিয়াও জানায়, তারাও এখন টোকিয়োতে যাচ্ছে না।

২০২১ সালে অলিম্পিক্স হবে ধরে নিয়েই তারা প্রস্তুতি নিচ্ছে। এর ফলে চাপ বাড়ছিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা-র উপরে। নানা দেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সুর বদলায় জাপানও। নিজের দেশের সংসদে আবে বলেছেন, এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ অলিম্পিক্স যদি করা সম্ভব না হয়, তা হলে গেমস পিছিয়ে দেওয়ার কথা ভাবা যেতে পারে। সেই মতোই জাপানের প্রধানমন্ত্রী মেগা ইভেন্ট পিছিয়ে দেওয়ার কথা বলেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্টকে। তিনিও আবের সঙ্গে একমত হন।

আরও পড়ুন: সেরাটা বের করে নিতে জানে ধোনি, বলছেন মর্কেল

অলিম্পিক্স বরাবরই নির্দিষ্ট সময়ে হয়ে এসেছে। ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে বিশ্বযুদ্ধের জন্য বাতিল হয়ে গিয়েছিল অলিম্পিক্স। এ বারই হয়তো প্রথম বার অলিম্পিক্স পিছিয়ে যেতে চলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন