Advertisement
০৫ মে ২০২৪
Cricket

সেরাটা বের করে নিতে জানে ধোনি, বলছেন মর্কেল

সিএসকে-র সাফল্যের পিছনে রয়েছেন ধোনি। দলের ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়াও সাফল্যের অন্যতম কারণ।

ধোনির জন্যই সিএসকে সফল। —ফাইল চিত্র।

ধোনির জন্যই সিএসকে সফল। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
জোহানেসবার্গ শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৭:৪২
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে কেন এত সফল সিএসকে? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার অ্যালবি মর্কেল জানালেন সেই রহস্য।

চেন্নাই সুপার কিংসের হয়েও তিনি খেলেছেন। খুব কাছ থেকে দলটাকে দেখেছেন বলেই মর্কেল বলছেন, দলের সবার থেকে সেরাটা বের করে নিতে জানে ধোনি। মাহির নেতৃত্ব এবং সিএসকে-র স্থায়িত্বই সাফল্যের আসল কারণ।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মর্কেল বলছেন, ‘‘ভারতের ক্রিকেটে ধোনির প্রভাব সম্পর্কে আমরা সবাই জানি। সিএসকে-র সাফল্যের পিছনে বড় ভূমিকা রয়েছে ধোনির। এমএস অন্যতম সেরা টি টোয়েন্টি ক্রিকেটার। ধোনিকে ক্যাপ্টেন হিসেবে পেলে সাফল্য পাবেই দল। ধোনি জানে প্লেয়ারের মধ্যে থেকে কীভাবে সেরাটা বের করে নিতে হয়।’’

আরও পড়ুন: করোনা-আবহে বাতিল বোর্ড-ফ্র্যাঞ্চাইজি কর্তাদের বৈঠক, আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

এখনও পর্যন্ত তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। নির্বাসন কাটিয়ে আইপিএল-এর মূলস্রোতে ফেরার পরেই ২০১৮ সালের আইপিএল জিতে নিয়েছিল চেন্নাই। সিএসকে-র ক্রিকেটাররা বছর দুয়েক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। কিন্তু চেন্নাইয়ে ফেরার পরে তাঁরা মাঠে ফুল ফোটাতে শুরু করেন।

আরও পড়ুন: করোনাভাইরাস প্রতিরোধে ফিফার প্রচার, রয়েছেন সুনীল ছেত্রী

সিএসকে-র ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া ভাল। আর তারই ফল পাওয়া গিয়েছে মাঠে। মর্কেল বলছেন, ‘‘সিএসকে ওদের কোর গ্রুপটা বদলায়নি। নির্বাসনের জন্য যে দু’ বছর আইপিএল-এ ছিল না সিএসকে, সেই দু’ বার ছাড়া ধোনিই সিএসকে-কে নেতৃত্ব দিয়ে গিয়েছে। ধারাবাহিকতাই এই দলটার সাফল্যের রহস্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL CSK Albie Morkel MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE