Jitu Rai

আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিতলেন হিনা-জিতু জুটি

এক দিকে যখন গোটা দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্সে ক্রিকেট জ্বরে কাঁপছে, তখন নিঃশব্দেই এক অনন্য নজির গড়ে ফেললেন শুটার জিতু রাই এবং হিনা সিধু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ২০:৪৬
Share:

বিশ্বজায়ের হাসি। ছবি: সংগৃহীত

এক দিকে যখন গোটা দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্সে ক্রিকেট জ্বরে কাঁপছে, তখন নিঃশব্দেই এক অনন্য নজির গড়ে ফেললেন শুটার জিতু রাই এবং হিনা সিধু। ভারতের হয়ে সোনা জিতলেন হেনা-জিতু জুটি। আইএসএসএফ(ইন্টারন্যাশনাল শুর্টিং স্পোর্টস ফেডারেশন) বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ডবলসে ভারতের হয়ে এই কৃতিত্ব অর্জন করলেন জিতু রাই ও হিনা সিধু।

Advertisement

আরও পড়ুন: বিরাটের টনিকে বদলে গেল ভারত

সোমবার আজারবাইজানের গাবালায় বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ডবলসের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও রাশিয়া। রাশিয়াকে ৭-৬ ব্যবধানে হারিয়ে দেশকে বহু কাঙ্খিত সোনা এনে দেয় এই জুটি। তবে রাশিয়াকে হারালেও ভারতের এই জয় ছিল কষ্টার্জিত। মেগা ফাইনালের শুরুতেই ০-৪ ব্যবধানে পিছিয়ে পরে ভারতীয় জুটি। কিন্ত এর পরই ঝলসে ওঠে ভারতীয় বন্দুকবাজ -দ্বয়। ৭-৬ ব্যবধানে হারিয়ে দেয় রাশিয়ান চ্যাম্পিয়নদের।

Advertisement

প্রসঙ্গত, দিল্লিতে এই বছরের শুরুতে হওয়া আইএসএসএফের টুর্নামেন্টেও সোনা জিতে নিয়েছিল এই জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement