Cricket

‘আমার মতো ওকে ঝাঁপাতে হয় না’, ভারতীয় ফিল্ডারের প্রশংসায় জন্টি

খেলোয়াড় জীবনে অবিশ্বাস্য সব ক্যাচ ধরেছেন রোডস। তেমনই শরীর ছুড়ে রান আউটও করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৬ মে ২০২০ ১৩:৩৮
Share:

জন্টি রোডসের সেই ঝাঁপ। ছবি- পিটিআই

পছন্দের ফিল্ডার কে? এই প্রশ্নটাই ইনস্টাগ্রাম চ্যাটে সুরেশ রায়না ছুড়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জন্টি রোডসকে।

Advertisement

একমুহূর্ত সময় না নিয়ে ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত রোডস এবি ডিভিলিয়ার্স-সহ একাধিক ক্রিকেটারের নাম নেন। তবে ভারতের রবীন্দ্র জাদেজার কথা বলতে গিয়ে নিজের উদাহরণও টেনে আনেন তিনি। জাদেজার সঙ্গে অজি তারকা মাইকেল বিভানের তুলনা করেন। রোডস বলেছেন, ‘‘ব্যাটিং হোক বা ফিল্ডং—আমি ডিভিলিয়ার্সের খেলা দেখতে চাই। মার্টিন গাপ্তিলও বেশ ভাল ফিল্ডার।’’

জাদেজাকে বড় সড় সার্টিফিকেট দিয়েছেন রোডস। জাদেজা সম্পর্কে তিনি বলেন, ‘‘আমি বল উঁচু করে ছুড়তে বলি সবাইকে। কিন্তু জাড্ডু সাইড আর্মে বল ছোড়ে। উইকেটেও ঠিকঠাক বল লাগায়। ও অনেকের থেকেই আলাদা।’’

Advertisement

আরও পড়ুন: গোলাপি বলে কোহালিদের পরীক্ষা নিতে তৈরি স্টার্ক

খেলোয়াড় জীবনে অবিশ্বাস্য সব ক্যাচ ধরেছেন রোডস। তেমনই শরীর ছুড়ে রান আউটও করেছেন। জাদেজা সম্পর্কে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা বলছেন, ‘‘জাদেজা দ্রুতগতির ফিল্ডার। আমার মতো ডাইভ দেয় না। আমরা ঝাঁপাতাম। জামা কাপড় নোংরা হয়ে যেত। জাদেজা সেই ধরনের ফিল্ডারই নয়। ও অনেকটা মাইকেল বিভানের মতো। জাড্ডু ও বিভান এতটাই গতিশীল যে ওদের ঝাঁপানোর দরকার হত না। ইদানীংকালে টেস্টে ও ওয়ানডে-তে জাড্ডু দারুণ সব ক্যাচ ধরেছে। ও খুব সাহসী একজন ক্রিকেটার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন