রোনাল্ডোর সঙ্গে ছবি, আটক ভক্ত

রোনাল্ডোর দল জুভেন্তাস প্রাক্-মরসুম প্রস্তুতি ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে খেলতে সম্প্রতি সিঙ্গাপুরে গিয়েছিল। সেই ম্যাচ দেখতেই সিঙ্গাপুর এসেছিল তরুণ ফুটবল ভক্ত আখমদি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০৫:৩৫
Share:

স্বপ্নপূরণ: নায়কের সঙ্গে হাত মেলাচ্ছে আখমদি। টুইটার

জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত ১৪ বছরের আখমদি ইয়েরঝানভ। কাজ়াখস্তানের এই ছোট্ট ছেলেটি রোনাল্ডোর খেলা দেখতেই বাবাকে নিয়ে উড়ে এসেছিল সিঙ্গাপুরে।

Advertisement

রোনাল্ডোর দল জুভেন্তাস প্রাক্-মরসুম প্রস্তুতি ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে খেলতে সম্প্রতি সিঙ্গাপুরে গিয়েছিল। সেই ম্যাচ দেখতেই সিঙ্গাপুর এসেছিল তরুণ ফুটবল ভক্ত আখমদি। কিন্তু গ্যালারি থেকে রোনাল্ডোকে দেখে সাধ মেটেনি কাজ়াখস্তানের এই তরুণের। তাই খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ফেন্সিং টপকে মাঠে ঢুকে যায় স্বপ্নের নায়ককে কাছ থেকে দেখার জন্য। আর তার জন্যই শেষমেশ আটক করা হয় এই রোনাল্ডো-ভক্তকে।

কী হয়েছিল সিঙ্গাপুরের মাঠে? সংবাদমাধ্যমকে আখমদি বলেছে, ‘‘সে দিন ম্যাচে আমার প্রিয় দল জুভেন্তাস ২-৩ হেরে যাওয়ায় মন কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু চোখের সামনে রোনাল্ডোকে গোল করতে দেখে খুশিও হয়েছিলাম। সেই আনন্দেই খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়ি। তার পরে এক দৌড়ে চলে গিয়েছিলাম জুভেন্তাস রিজার্ভ বেঞ্চের দিকে। কারণ, তখন সেখানেই বসেছিলেন রোনাল্ডো।’’

Advertisement

তবে এত সহজে রোনাল্ডোর সঙ্গে হাত মিলিয়ে আসতে পারেনি আখমদি। জুভেন্তাস রিজার্ভ বেঞ্চের সামনেই তাঁকে ঘিরে ধরে সিঙ্গাপুরের পুলিশ। সেখানে তার ত্রাতা হয়ে দাঁড়ান জুভেন্তাস ম্যানেজার মাউরিসিয়ো সাররি। সংবাদমাধ্যমকে সাররি জানিয়েছেন, ‘‘আমি হঠাৎ দেখি বাচ্চা ছেলেটা দৌড়ে আমাদের রিজার্ভ বেঞ্চের দিকে এগিয়ে আসছে। তখনই বুঝতে পেরেছিলাম ছেলেটা নিশ্চয়ই নিজস্বী তুলতে চায়। তাই নিরাপত্তারক্ষীদের হাত থেকে বাঁচিয়ে ওই বাচ্চা ফুটবলপ্রেমীকে নিয়ে যাই রোনাল্ডোর কাছে। কারণ ওকে ফুটবল ভক্ত হিসেবেই দেখেছিলাম। মাঠে অনুপ্রবেশকারী হিসেবে দেখিনি।’’

রোনাল্ডোর কাছে গিয়ে আখমদি প্রথমে সেলফি তোলে। তার পরে সি আর সেভেনের সঙ্গে ‘হাই ফাইভ’ করে সে। রোনাল্ডো, বনুচ্চিদের সঙ্গে গল্পও জুড়ে দেয়। যে প্রসঙ্গে আখমদি সাংবাদিকদের বলেছে, ‘‘ক্রিশ্চিয়ানোকে বলেছিলাম, কাজ়াখস্তান থেকে বাবার সঙ্গে উড়ে এসেছি তোমাকে দেখব বলে। কারণ আমি তোমার একজন অন্ধ ভক্ত।’’ যা শুনে রোনাল্ডো তাঁর এই কাজ়াখ ভক্তকে বলেন, ‘‘আমি তোমার দেশে গিয়েছি।’’ আখমদি আরও বলে, ‘‘রোনাল্ডো আমাকে শুভেচ্ছা জানিয়ে জলের বোতল হাতে দেয়।’’

এর পরেই শুরু হয় বিপত্তি। ম্যাচের পরেই স্থানীয় পুলিশ আখমদি ও তার বাবাকে আটক করে। বড় জরিমানা করা হবে বলা হয় তাদের। বাধ্য হয়ে, শেষ পর্যন্ত সিঙ্গাপুরের কাজ়াখ দূতাবাসের সাহায্য চায় এই বাবা-ছেলে। শেষ পর্যন্ত দূতাবাসের হস্তক্ষেপে বকাঝকা করে ছেড়ে দেওয়া হয় আখমদিকে।

চোট নিয়ে উদ্বেগে জ়িদান: আর এক মাসও নেই লা লিগার। এমন একটা সময়ে রিয়াল মাদ্রিদ ম্যানেজার জ়িনেদিন জ়িদান তাঁর ফুটবলারদের চোট আঘাত নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করলেন।

রিয়াল ম্যানেজারের উদ্বেগ বাড়াল তাদের নতুন লেফ্ট-ব্যাক ফার্ল্যান্ড মেন্ডির চোট। যুক্তরাষ্ট্রে প্রাক-মরসুম প্রস্তুতি সফরে পায়ের পেশিতে চোট পেয়েছেন মেন্ডি। এর আগেই চোট পেয়েছেন ব্রাহিম দিয়াজ় এবং মার্কো আসেনসিয়োও। লিগামেন্ট ছেড়ায় মেন্ডিকে অন্তত ন’মাস মাঠের বাইরে থাকতে হবে। জ়িদান বলেছেন, ‘‘আগাম পরিকল্পনা নিয়ে এখনই কিছু বলছি না। পর পর অনেকে চোট পাওয়ায় চিন্তায় আছি। এখন এখানে যারা আছে তাদের নিয়েই রণকৌশল এক রকম ভেবেছি। ওরাও তৈরি হচ্ছে। এ বার মাদ্রিদে ফিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে। ভাবাচ্ছে একটাই বিষয়। এত ফুটবলারের চোট।’’ প্রসঙ্গত জ়িদান উল্লেখ করেছেন মার্কো আসেনসিয়োর কথা, ‘‘নিজেও জানি না আমার দলে মার্কোর বিকল্প কে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন