Eze Kingsley

সনির আরোগ্য কামনায় কিংগসলে-জেজে

চোখের জলে মোহনবাগানকে সোমবারই বিদায় জানিয়েছেন হাইতিয়ান ম্যাজিশিয়ান সনি নর্দে। বিদায়বেলায় তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন সমর্থকেরা। দ্রুত সুস্থ হয়ে ওঠার কথাও জানান তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ১৬:২৯
Share:

মোহনবাগানের জার্সি গায়ে সনি নর্দের সঙ্গে কিংগসলে। ছবি: কিংগসলের টুইটার সৌজন্যে।

চোখের জলে মোহনবাগানকে সোমবারই বিদায় জানিয়েছেন হাইতিয়ান ম্যাজিশিয়ান সনি নর্দে।

Advertisement

বিদায়বেলায় তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন সমর্থকেরা। দ্রুত সুস্থ হয়ে ওঠার কথাও জানান তাঁরা।

সমর্থকদের পাশাপাশি আর্জেন্তিনা উড়ে যাওয়ার আগে সনির দ্রুত আরোগ্য কামনা করলেন তাঁর সতীর্থরাও।

Advertisement

আরও পড়ুন: মনোরঞ্জনের দ্বারস্থ খালিদ

আরও পড়ুন: মেসির ম্যাজিক, বিতর্কে রোনাল্ডো

মঙ্গলবার টুইট করে সনির আরোগ্য কামনা করে জেজে লালপেখলুয়া লেখেন “তোমাকে এবং তোমার পরিবারের প্রতি শুভ কামনা রইল। এটা সত্যিই তোমার জন্য কঠিন সময়। তবে আমি জানি আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে তুমি।” __ 💪🏻🙏🏻 🛫

মঙ্গলবার টুইট করে সনির আরোগ্য কামনা করে জেজে লালপেখলুয়া লেখেন “তোমাকে এবং তোমার পরিবারের প্রতি শুভ কামনা রইল। এটা সত্যিই তোমার জন্য কঠিন সময়। তবে আমি জানি আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে তুমি।”

সনির আরোগ্য কামনা করে মোহন ডিফেন্সের মূল স্তম্ভ এজে কিংগসলে এ দিন লেখেন “মাঠের ভিতর এবং বাইরে দু’জায়গাতেই তুমি এক সত্যিকারের চ্যাম্পিয়ন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমাকে মিস করব।” __ _

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement