New Zealand vs Pakistan

ক্যাচ ধরে ২৩ লক্ষ টাকা জিতলেন এই সমর্থক!

কিউয়ি ইনিংসের প্রথম ওভারের শেষ বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠান বিধ্বংসী ওপেনার গাপ্তিল। স্ট্যান্ডে উপস্থিত কিউয়ি সমর্থক ক্রেগ দুর্ঘাটি সেটি এক হাতে ধরে নেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১৭:০৯
Share:

২৩লক্ষ টাকা জয়ী সেই কিউয়ি সমর্থক। ছবি: টুইটার।

‘একটা ক্যাচই যথেষ্ট একটা ম্যাচের ভাগ্য বদলে দিতে’— ক্রিকেট মাঠের অতি পরিচিত প্রবাদ এটি। ক্যাচ মিসের পরিণাম কী ভাবে চোকাতে হয়, তা সব দলেরই জানা।

Advertisement

কিন্তু এটা কী জানতেন ক্যাচ ধরলে টাকা রোজগার করারও সুযোগ পেয়ে যেতে পারেন আপনি?

অবাক লাগছে তো! অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি। শনিবার নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন মার্টিন গপ্তিলের একটি ক্যাচ নিয়ে ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ লক্ষ টাকা রোজগার করলেন এক সমর্থক।

Advertisement

আরও পড়ুন: হারিকেন পন্থ, টি২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান দিল্লির উইকেটরক্ষকের

দ্বিতীয় দিন ৩৩৫ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা

আরও পড়ুন দ্বিতীয় দিন ৩৩৫ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা $

আরও পড়ুন দ্বিতীয় দিন ৩৩৫ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা

এ দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিউয়ি ইনিংসের প্রথম ওভারের শেষ বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠান বিধ্বংসী ওপেনার গাপ্তিল। স্ট্যান্ডে উপস্থিত কিউয়ি সমর্থক ক্রেগ দুর্ঘাটি সেটি এক হাতে ধরে নেন এবং জিতে নেন এই বিশাল অঙ্কের পুরস্কার।

হঠাৎ করে একটি ক্যাচ ধরে এতগুলি টাকা পেলে কী করে ক্রেগ?

আসলে একটি সংস্থা এ দিনের ম্যাচে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতাটির নাম ‘টুই ক্যাচ-এ-মিলিয়ন’। এই প্রতিযোগিতায় জিতেই ২৩ লক্ষ টাকা পান ক্রেগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement