নিন্দুকদের ফের খোঁচা কোহালির

পুণের ভুল আর কখনও করবেন না তাঁরা। দেশের ক্রিকেটভক্তদের কাছে এমনই প্রতিশ্রুতি দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০৪:১০
Share:

পুণের ভুল আর কখনও করবেন না তাঁরা। দেশের ক্রিকেটভক্তদের কাছে এমনই প্রতিশ্রুতি দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

Advertisement

একই সঙ্গে সংবাদমাধ্যমের প্রতি তাঁর যে কোনও বন্ধুত্বপূর্ণ মনোভাব নেই, সেটাও বুঝিয়ে দিয়ে গেলেন তিনি। বলে দিলেন, ‘‘মিডিয়ায় খুব লেখালেখি হয়েছে পুণের পিচ আর আমাদের ব্যর্থতা নিয়ে। নিশ্চয়ই আপনাদের মনে হয়েছে ব্যাপারগুলো ও রকমই। আমাদের তা মনে হয় না। তাই সমালোচনায় কান দিচ্ছি না।’’

তাঁদের কাছে এই হারের ব্যাখ্যা তা হলে কী? জিজ্ঞেস করায় সাংবাদিক সম্মেলনে কোহালি বললেন, ‘‘আমরা পুণের হারে বুঝতে পারলাম, আরও কত জায়গায় উন্নতি করা দরকার। যখন দলটা জয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সব কিছুই ভাল ভাল মনে হয়। দুর্বলতার দিকগুলো কেউ না কেউ ঢেকে দেয়। পুণেতে গোটা দল ব্যর্থ হয়েছে। যেটা খুব বেশি হয় না।’’

Advertisement

অস্ট্রেলিয়া তাঁদের চেয়ে ভাল খেলেছে মেনে নিয়েও কোহালির আশ্বাস, ‘‘পুণেতে যা হয়েছে, গোটা সিরিজেই তা চলবে এমন ভাবার কোনও কারণ নেই। বারবার এমন ঘটবে না। হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবই।’’ বেঙ্গালুরুতে অধিনায়ক হিসাবে অগ্নিপরীক্ষা তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন