কর্নাটক প্রিমিয়ার লিগে গড়াপেটার অভিযোগে গ্রেফতার ক্রিকেটকর্তা

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও বলেছেন, ‘‘বেশ কিছু প্রমাণ পাওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। কয়েক দিনের তদন্তের ভিত্তিতে আমরা কিছু প্রমাণ যোগার করেছি। তা পরীক্ষা করে আন্দাজ করা গিয়েছে, অভিযুক্ত ম্যাচ ফিক্স করেছেন।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:২৮
Share:

প্রতীকী ছবি।

কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং করার অভিযোগে গ্রেফতার করা হল সুধিন্দ্র শিন্দেকে। কর্নাটক ক্রিকেট সংস্থার (কেএসসিএ)-র ম্যানেজিং কমিটির সদস্য তিনি। বুধবার তাঁকে প্রমাণ-সহ গ্রেফতার করে পুলিশ।

Advertisement

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও বলেছেন, ‘‘বেশ কিছু প্রমাণ পাওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। কয়েক দিনের তদন্তের ভিত্তিতে আমরা কিছু প্রমাণ যোগার করেছি। তা পরীক্ষা করে আন্দাজ করা গিয়েছে, অভিযুক্ত ম্যাচ ফিক্স করেছেন।’’

কেএসসিএ-র ম্যানেজিং কমিটির সদস্যপদ সামলানোর পাশাপাশি কেপিএল-এর বেলগাভি প্যান্থার্স দলের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সুধিন্দ্রের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আলি আশফাক তারাকেও। পুলিশের কথায়, ‘‘সুধিন্দ্রর সঙ্গে আলি আশফাক তারাকেও গ্রেফতার করেছি। তাঁর বিরুদ্ধেও একাধিক ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে।’’ শোনা যাচ্ছে, বুধবার হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর সঙ্গে আরও কারা যুক্ত, তা বার করার চেষ্টা করবে পুলিশ।

Advertisement

কেপিএলে ফিক্সিংয়ের তথ্য আলোয় এসেছে ভবেশ গুলেচার সুবাদে। পুলিশ চেয়েছেন, ক্রিকেটারদের সঙ্গেও কথা বলে আরও তথ্য সংগ্রহ করতে। পুলিশ কমিশনারের কথায়, ‘‘এখনও পর্যন্ত ৯জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি এতটাই যখন ছড়িয়েছে, তার মানে কেপিএল আয়োজনকারীরাও এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। এমনকি ক্রিকেটারেরাও ভুলবসত স্পট ফিক্সিং করতে পারেন। তাঁরা যদি আত্মসমর্পণ করেন, সে ক্ষেত্রে রাজসাক্ষী হিসেবে ব্যবহার করা হতে পারে। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন