Kylian Mbappe

এমবাপের গোল জয় এনে দিল সাঁ জা-কে

নঁতের বিরুদ্ধে ম্যাচে তিন পয়েন্ট পেতে অবশ্য বেশ ঘাম ঝরাতে হল প্যারিস সাঁ জা-কে। ১-০ গোলে কষ্টের জয়। গোলদাতা এমবাপে। যাঁকে গোটা ম্যাচেই বেশ ইতিবাচক দেখিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৫
Share:

ফরাসী লিগে শনিবার নঁতের বিরুদ্ধে গোলের পর এমবাপে। ছবি: এএফপি।

দু’দিন আগেই নিজের ২০ তম জন্মদিন পালন করেছেন। স্বয়ং ফুটবল সম্রাট পেলেও তাঁকে শুভেচ্ছা বার্তা সহ ফুল পাঠিয়েছিলেন। এসব কি কিলিয়ান এমবাপেকে বাড়তি উদ্বুদ্ধ করে তুলল? শনিবার ফরাসী লিগের ম্যাচে অধুনা বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষনীয় কৃষ্ণকায়কে যেমন দুরন্ত মেজাজে পাওয়া গেল তাতে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না!

Advertisement

নঁতের বিরুদ্ধে ম্যাচে তিন পয়েন্ট পেতে অবশ্য বেশ ঘাম ঝরাতে হল প্যারিস সাঁ জা-কে। ১-০ গোলে কষ্টের জয়। গোলদাতা এমবাপে। যাঁকে গোটা ম্যাচেই বেশ ইতিবাচক দেখিয়েছে। খেলার ৬৮ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার তোলা কর্নার থেকে নিখুঁত শটে গোল করে গেলেন ফরাসী ফুটবলের নতুন নায়ক। চলতি মরসুমে ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা এখনও এমবাপে। নামের পাশে ১৩ টি গোল।

বড়দিনের সময়টায় প্যারিস সাঁ জা লিগ টেবলের শীর্ষেই থাকবে সেটা নিশ্চিত হয়ে গেল এই জয়ের ফলে। লিগ তালিকায় দু নম্বরে থাকা লিলের চেয়ে সাঁ জা এগিয়ে রয়েছে ১৩ পয়েন্টে। খুব বড় মাপের অঘটন না ঘটলে এবারও ফরাসী লিগে জয় পতাকা ওড়াবে নেইমার, এমবাপের দল। বিশেষজ্ঞদেরও তেমনই মত।

Advertisement

আরও পড়ুন: হেরে হতাশ নন পেপ, ধরাশায়ী চেলসিও

আরও পড়ুন: মেসির গোল, বার্সার সহজ জয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement