রিয়াল মাদ্রিদ

ড্র করে চাপে রিয়াল, সুয়ারেসের গোলে শীর্ষেই অ্যাটলেটিকো

দুটি ম্যাচ কম খেলায় বাড়তি সুবিধা অ্যাটলেটিকোর কাছেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৩:২৯
Share:

গোল না পেয়ে হতাশ বেঞ্জেমা। ছবি রয়টার্স

এলচে-র বিরুদ্ধে বুধবার রাতে ড্র করে লা লিগায় বিপদে পড়ল রিয়াল মাদ্রিদ। প্রথম স্থানে থাকা প্রতিবেশী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তাঁদের ব্যবধান বাড়ল দু’পয়েন্টের। শুধু তাই নয়, দুটি ম্যাচ কম খেলায় বাড়তি সুবিধা অ্যাটলেটিকোর কাছেই।

Advertisement

মার্কো আসেনসিয়োর দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসার পর ফিরতি বলে গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন লুকা মদরিচ। কিন্তু দিতীয়ার্ধে দানি কারভাজালের ভুলে সমতা ফেরায় এলচে।

বক্সের মধ্যে কারভাজাল ফাউল করেছিলেন আন্তোনিয়ো বারাগানকে। পেনাল্টি থেকে গোল করেন ফিদেল। কিছুক্ষণ পরেই টনি খোসের পাস ধরে গোলে দুরন্ত শট নিয়েছিলেন তিনি। তবে এলচে গোলকিপার এদগার বাদিয়া তা অবিশ্বাস্য দক্ষতায় বাঁচিয়ে দেন।

Advertisement

আরও খবর: পার্টির সঙ্গে যোগাযোগের খবর উড়িয়ে দিলেন নেমার

আরও খবর: সিরিজ থেকেই ছিটকে গেলেন উমেশ, চিন্তায় ভারতীয় দল

তার আগেই অবশ্য খেতাফেকে হারিয়ে বছর শেষে লা লিগার শীর্ষে থাকা নিশ্চিত করে ফেলেছিল অ্যাটলেটিকো। ম্যাচের একমাত্র গোলটি করেন লুই সুয়ারেস। কোচ হিসেবে ৫০০ তম ম্যাচে জয় পেলেন দিয়েগো সিমিয়োনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement