Virat Kohli

বিরাটের সেলিব্রেশন নিয়ে পুমার নতুন ক্রিকেট অ্যান্থেম, দেখুন ভিডিয়ো

এই যুদ্ধের আবহকে নতুন মাত্রা দিল বিরাট কোহালির প্রতিক্রিয়া নিয়ে তৈরি পুমার একটি ভিডিয়ো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ১৬:৩৮
Share:

বিরাটের প্রতিক্রিয়া নিয়ে পুমার ভিডিয়ো। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ইংল্যান্ডের মাটিতে শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ। ক্রিকেটের ২২ গজে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে বিশ্বের তাবড় দলের বিশ্বসেরা ক্রিকেটাররা। বিশ্বকাপের আবহে ক্রিকেট বিশ্বের অবস্থা যে বেশ সরগরম, তা বলাই যায়। এই যুদ্ধের আবহকে নতুন মাত্রা দিল বিরাট কোহালির প্রতিক্রিয়া নিয়ে তৈরি পুমার একটি ভিডিয়ো।

Advertisement

ভারত অধিনায়ক বিরাট কোহালির লড়াকু মেজাজ উদ্দীপ্ত করে গোটা দলকে। বিশ্বকাপের সময় বিরাটের সেই ‘জোশ’-কে হাতিয়ার করেই তৈরি হয়েছে এই ভিডিয়ো। সে জন্যই এই ভিডিয়োটির নাম দেওয়া হয়েছে ‘চক্রব্যূহ মে সকথেম’। অর্থাৎ চক্রব্যূহতে পড়লেও কী ভাবে জোশ ধরে রাখতে হয়, সেই বার্তাই দেওয়া হয়েছে এই ভিডিয়োতে।

তবে ভিডিয়োটি তৈরির অনুপ্রেরণা পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট কোহালি। গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে পারথে দ্বিতীয় টেস্টে অসাধারণ সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক। সেঞ্চুরির পর তাঁর করা সেলিব্রেশন ছড়িয়ে রয়েছে পুমার এই ক্রিকেট অ্যান্থেম ভিডিয়োতে। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: মৃত্যুর পরে দীর্ঘদিনের দৃষ্টিহীন সমর্থককে বিরল সন্মান স্পেনের ক্লাবের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement