বার্সায় খুশি মেসি: বাউজা

বার্সেলোনায় লিওনেল মেসি খুব সুখে আছেন। সেটা তাঁকে দেখলেই বোঝা যায়। তাঁর মাঠের পারফরম্যান্সেই ফুটে উঠছে। আর্জেন্তিনার কোচ এডগার্ডো বাউজা এমন মনে করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৫৬
Share:

বার্সেলোনায় লিওনেল মেসি খুব সুখে আছেন। সেটা তাঁকে দেখলেই বোঝা যায়। তাঁর মাঠের পারফরম্যান্সেই ফুটে উঠছে। আর্জেন্তিনার কোচ এডগার্ডো বাউজা এমন মনে করেন। তিনি বলেছেন, ‘‘পরিবার নিয়ে বার্সেলোনায় মেসি কতটা সুখী সেটা তো দেখাই যাচ্ছে। লিও যখন আনন্দে থাকবে সেরা পারফরম্যান্স মাঠে দেখা যাবে এটা নিশ্চিত।’’

Advertisement

২০১৮ সালে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে বলে জল্পনা ছড়িয়েছে মেসি নতুন চুক্তিতে রাজি নন, তিনি বার্সেলোনা ছাড়তে চান। মেসি কী করবেন সেটা ‘তাঁর নিজস্ব ব্যাপার’ বলে মনে করেন বাউজা। পাশাপাশি, আর্জেন্তিনার জাতীয় দলের কোচ বলেছেন, ‘‘আমি নিশ্চিত, আর্জেন্তিনার জার্সিতে বিশ্বকাপ জিতে মেসি বুঝিয়ে দেবে ও সর্বকালের অন্যতম সেরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement