Gukesh Dommaraju

হার গুকেশের, চ‌্যাম্পিয়ন কার্লসেন

মাত্র দু’সেকেন্ড তখন বাকি। সেই সময়ই ভুলটা করে ফেললেন গুকেশ। বুঝতে পেরেছিলেন তখনই। সুযোগ নষ্ট করেননি কারুয়ানা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ০৭:৪১
Share:

হতাশ: নরওয়েতে হার সঙ্গী হল গুকেশের। শুক্রবার। —ফাইল চিত্র।

ফাবিয়ানো করুয়ানার বিরুদ্ধে ম‌্যাচের পরেও অনেকক্ষণ মাথায় হাত দিয়ে বসে ছিলেন ডি গুকেশ। চেয়ার ছেড়ে ওঠেননি। যেন বিশ্বাস করতে পারছিলেন না, এত কাছে এসেও এ ভাবে হার মানতে হল। মাত্র দু’সেকেন্ড তখন বাকি। সেই সময়ই ভুলটা করে ফেললেন গুকেশ। বুঝতে পেরেছিলেন তখনই। সুযোগ নষ্ট করেননি কারুয়ানা। শুধু তাই নয়, গুকেশের হারের ফলে নরওয়ে ক্লাসিকসে সপ্তম বারের জন‌্য চ‌্যাম্পিয়নও হয়ে গেলেন ম‌্যাগনাস কার্লসেন।

শুক্রবার শেষ রাউন্ড শুরুর আগে ছবিটা ছিল এ রকম— একদিকে ১৪.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারতীয় তারকা। পাশাপাশি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন, যিনি আগের দিন আমেরিকার গ্র্যান্ড মাস্টার কারুয়ানার বিরুদ্ধে হারতে হারতেও জিতে গুকেশের থেকে আধ পয়েন্ট এগিয়ে গিয়েছেন। তবে পয়েন্ট টেবলের শীর্ষে ছিলেন কারুয়ানাই।

অন‌্য ম‌্যাচে অর্জুন এরিগাইসির বিরুদ্ধে একটা সময় পিছিয়ে থেকেও জয় তুলে নেন কার্লসেন। প্রথমে ভক্তরা আশা করেছিলেন হয়তো কার্লসেন হেরে যাবেন। কিন্তু অর্জুনের ভুলে ফের ফিরে আসেন নরওয়ের মহাতারকা। শুধু তাই নয়, শেষ করেন চ‌্যাম্পিয়ন হয়েই। ১৬ পয়েন্ট নিয়ে তিনি রইলেন শীর্ষে। দ্বিতীয় স্থানে রইলেন কারুয়ানা। তাঁর সংগ্রহ ১৩.৫ পয়েন্ট। হারের ফলে গুকেশ থাকলেন ১৪.৫ পয়েন্টেই। তিনি তৃতীয় হলেন।

এমনিতে প্রতিযোগিতার সবচেয়ে বড় অঘটন নিয়ে এখনও চর্চা জারি রয়েছে। সেটা কার্লসেনের বিরুদ্ধে ফিরতি লড়াইয়ে গুকেশের জয়। যে জয় পাওয়ার পরে গুকেশ জানিয়েছিলেন, ‘ভাগ‌্য তাঁর সঙ্গে ছিল।’ এবং হারের পরে টেবিলে রাগে ঘুষিও মেরে বসেছিলেন নরওয়ের কিংবদন্তি দাবাড়ু।

কিন্তু গুকেশের বিরুদ্ধে হারলেও নরওয়েতে চ‌্যাম্পিয়ন হয়ে কার্লসেন বুঝিয়ে দিলেন দাবার সম্রাট এখনও তিনিই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন