Manchester city

ডার্বি জয় ম্যান সিটির

দলের আটজন করোনায় আক্রান্ত হওয়ার পরেও যে দাপট দেখিয়েছে ম্যান সিটি তাতে বিস্মিত ফুটবল মহল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ০৫:০৩
Share:

ছবি রয়টার্স

লিগ কাপ
ম্যান ইউ ০ ম্যান সিটি ২

Advertisement

ডার্বিতে হেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার বললেন, ‘‘ওরা ফুটবলটা আমাদের থেকে অনেক ভাল খেলছে। এটা মানতেই হবে।’’ ওল্ড ট্র্যাফোর্ডে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি বুধবার ২-০ হারাল ম্যান ইউকে। এবং এই নিয়ে চার বার লিগ কাপের (কারাবাও কাপ) ফাইনালে উঠল। টানা চার বার ট্রফি জয়ের পথে তাদের শেষ বাধা এখন জোসে মোরিনহোর টটেনহ্যাম হটস্পার। ডার্বিতে ম্যান সিটির দু’টো গোলই হল দ্বিতীয়ার্ধে। করলেন জন স্টোনস ও ফের্নান্দিনহো।


দলের আটজন করোনায় আক্রান্ত হওয়ার পরেও যে দাপট দেখিয়েছে ম্যান সিটি তাতে বিস্মিত ফুটবল মহল। সঙ্গে তারা দারুণ ভাবে কাজে লাগিয়েছে সেট পিসে ম্যান ইউয়ের দুর্বলতা। বহু দিন পরে ফিল ফডেনের ফ্রিকিক থেকে বল পেয়ে গোল করেন স্টোনস। ১ হাজার ১৬২ দিন পরে তিনি গোল করলেন। অবশ্য একটা আত্মঘাতী গোলও প্রায় করে ফেলেছিলেন তিনি। মার্কাস রাশফোর্ড অফসাইডে থাকায় বেঁচে যায় ম্যান সিটি। এ দিকে, শুক্রবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে লিভারপুলের বিরুদ্ধে অ্যাস্টন ভিলার ম্যাচ অনিশ্চিত। অ্যাস্টন ভিলা জানিেয়ছে তাঁদের দলে নতুন করে কয়েক জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তাই অনুশীলনও বাতিল করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন