রুনি থেকে রোনাল্ডো, স্তব্ধ বিশ্ব

ম্যাঞ্চেস্টারের সন্ত্রাসহানার রেশ ছড়িয়ে পড়ল ক্রীড়াবিশ্বে। ওয়েন রুনি থেকে উসেইন বোল্ট। গ্যারি লিনেকার থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টারের সন্ত্রাস হামলার ঘটনাকে ধিক্কার জানালেন ক্রীড়াবিদরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০৪:৫৯
Share:

ম্যাঞ্চেস্টারের সন্ত্রাসহানার রেশ ছড়িয়ে পড়ল ক্রীড়াবিশ্বে।

Advertisement

ওয়েন রুনি থেকে উসেইন বোল্ট। গ্যারি লিনেকার থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টারের সন্ত্রাস হামলার ঘটনাকে ধিক্কার জানালেন ক্রীড়াবিদরা।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দীর্ঘ ছ’বছর কাটিয়েছিলেন রোনাল্ডো। যে শহরকে নিজের ফুটবল জাদুতে মন্ত্রমুগ্ধ করেছিলেন সেখানে এমন ঘটনা মেনে নিতে পারছেন না সিআর সেভেন। নিজের টুইটার অ্যাকাউন্টে তাই তো ব্রিটেনের পতাকার ছবি দিয়ে ম্যাঞ্চেস্টার লিখে পোস্ট করেন রোনাল্ডো।

Advertisement

পর্তুগিজ মহাতারকার প্রাক্তন সতীর্থ ওয়েন রুনিও প্রতিবাদে সোচ্চার। সন্ত্রাস হামলায় যাঁদের প্রাণ হারাতে হয়েছে তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি টুইট করেন, ‘ভয়াবহ খবর পেলাম সকালে। একজন বাবা আর মানুষ হিসেবে খুব খারাপ লাগছে। যারা প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা।’

আরও পড়ুন: লালের শহর হিংসায় লাল

বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার গ্যারি লিনেকারও টুইট করেন, ‘কনসার্টে বাচ্চাদের টার্গেট করাটা কোনও উনমাদের কাজ।’ অলিম্পিক্সের ইতিহাসে অন্যতম সেরা স্প্রিন্টার উসেইন বোল্ট টুইট করেন, ‘প্রিয়জনদের হারানো সেই সমস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।’

ভারতীয় ক্রিকেট দলের কোচ অনিল কুম্বলেও শোকপ্রকাশ করেন। টুইটারে কুম্বলে পোস্ট করেন, ‘ম্যাঞ্চেস্টারের সন্ত্রাসহানায় আমি গভীর শোকাহত।’ ভারতীয় ক্রিকেটার শিখর ধবনও পোস্ট করেন, ‘আশা করছি ঈশ্বর শক্তি দেবে তাদের যারা প্রিয়জনদের হারিয়েছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন