Manika Batra

Manika Batra: বিশ্ব ক্রমতালিকায় জীবনের সেরা জায়গায় মণিকা, এগোলেন সাথিয়ান-শরথও

আন্তর্জাতিক টেবল টেনিস ফেডারেশনের সিঙ্গলস ক্রমতালিকায় দশ ধাপ উঠেছেন মণিকা। ভারতের আরও তিন মহিলা খেলোয়াড় প্রথম একশোর মধ্যে রয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২২ ২১:১৪
Share:

মণিকা বাত্রা। ফাইল ছবি।

বিশ্ব ক্রমতালিকায় খেলোয়াড় জীবনের সেরা জায়গায় উঠে এলেন মণিকা বাত্রা। সিঙ্গলসের পাশাপাশি ডাবলসের ক্রমতালিকাতেও এগিয়েছেন ভারতীয় প্যাডলার।

আন্তর্জাতিক টেবল টেনিস ফেডারেশনের সদ্য প্রকাশিত সিঙ্গলস ক্রমতালিকায় দশ ধাপ উঠে মণিকা রয়েছেন ৩৮ নম্বরে। বিশ্ব ক্রমতালিকায় কোনও ভারতীয় মহিলা খেলোয়াড়ের এটাই সেরা অবস্থান। সিঙ্গলসে মণিকা ছাড়াও ভারতের আরও তিন জন মহিলা খেলোয়াড় প্রথম একশোর মধ্যে রয়েছেন। ৯৭ নম্বরে উঠে এসে চমকে দিয়েছেন রিথ টেনিসন। তিনি এক লাফে ১৯৭ ধাপ এগিয়ে এসেছেন সিঙ্গলস ক্রমতালিকায়। মহিলাদের ডাবলস ক্রমতালিকায় মণিকা-অর্চনা জুটি রয়েছে চতুর্থ স্থানে। সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়ের জুটি বিশ্ব ক্রমতালিকার ২৯ নম্বরে রয়েছে।

Advertisement

পুরুষদের মধ্যে ভারতের জি সাথিয়ান রয়েছেন ৩৪ নম্বরে। অচিন্ত শরথ কমল রয়েছেন ৩৭ নম্বরে। প্রথম একশোয় আর কোনও ভারতীয় পুরুষ খেলোয়াড় নেই। ডাবলসে সাথিয়ান-হারমিত দেশাইয়ের জুটি রয়েছে ক্রমতালিকার ২৮ নম্বরে। সাথিয়ান-শরথ জুটি রয়েছে ৩৫ নম্বরে।

অন্য দিকে মিক্সড ডাবলসে মণিতা-সাথিয়ান জুটি রয়েছে বিশ্বের ষষ্ঠ স্থানে। মানব ঠক্কর-অর্চনা কামাথ জুটি রয়েছে বিশ্ব ক্রমতালিকার ২২ নম্বরে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন