বেঙ্গালুরুতে মনোজদের প্রস্তুতি শিবিরে লক্ষ্মণ

বিরাট কোহালিরা যে মাঠে প্রস্তুতি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজে রওনা হন, সেই আল্লুরে প্রাক মরসুম প্রস্তুতি শিবির করবেন মনোজ তিওয়ারিরা। আর আগামী শনিবার থেকে এই শিবিরে বাংলার সিনিয়র দলকে সাহায্য করার জন্য থাকবেন ভিভিএস লক্ষ্মণ। থাকবেন ভিশন ২০২০-র পেস বোলিং কোচ টি এ শেখরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০৩:৩৭
Share:

বিরাট কোহালিরা যে মাঠে প্রস্তুতি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজে রওনা হন, সেই আল্লুরে প্রাক মরসুম প্রস্তুতি শিবির করবেন মনোজ তিওয়ারিরা। আর আগামী শনিবার থেকে এই শিবিরে বাংলার সিনিয়র দলকে সাহায্য করার জন্য থাকবেন ভিভিএস লক্ষ্মণ। থাকবেন ভিশন ২০২০-র পেস বোলিং কোচ টি এ শেখরও।

Advertisement

গত দু’বছর ঘরোয়া ক্রিকেটে বাংলার অত্যন্ত খারাপ পারফরম্যান্সের পর এ বার শুরু থেকেই রাশ টেনে ধরার চেষ্টা করছে সিএবি। সেই কারণেই ভিনরাজ্যে এই প্রস্তুতি। এক সপ্তাহের প্রস্তুতি শিবিরের শেষে বেঙ্গালুরুতে কর্ণাটক ক্রিকেট সংস্থার আমন্ত্রিত সর্বভারতীয় টুর্নামেন্টে খেলবে বাংলা। ২২ জুলাই তাদের প্রথম ম্যাচ। মোট তিনটি চার দিনের ম্যাচ খেলবে তারা। এই টুর্নামেন্টের জন্য ষোলো জনের একটি দল গড়া হল শনিবার। ক্যাপ্টেন মনোজ ছাড়াও এই দলে সুদীপ চট্টোপাধ্যায়, প্রজ্ঞান ওঝা, অভিমন্যু ঈশ্বরন, বীর প্রতাপ সিংহ, আমির গনিদের মতো নিয়মিত খেলা ক্রিকেটাররা যেমন আছেন, তেমনই এক ঝাঁক উঠতি ক্রিকেটারকেও রাখা হয়েছে রঞ্জি ট্রফির আগে তাঁদের পরখ করে নেওয়ার জন্য। তবে নেই দলের প্রধান স্ট্রাইক বোলার অশোক দিন্দাকে। নির্বাচকদের প্রধান দেবাঙ্গ গাঁধী জানান, ‘‘দিন্দাকে দীর্ঘ মরশুমে পাওয়ার জন্য এখন থেকেই ওকে আমরা কাজে লাগাচ্ছি না। তাই আপাতত ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। দিন্দার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত।’’ অন্য এক সূত্র অবশ্য জানাচ্ছে, দিন্দা নিজেই নাকি বেঙ্গালুরু যেতে চাননি।

বার্ষিক সভা ৩১: সুপার লিগের রানার্সকেও এ বার থেকে আর্থিক পুরস্কার দেবে সিএবি। শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে ভবানীপুর ক্লাবের কর্তা চিত্রক মিত্রর এই দাবি মেনে নেওয়া হল। পিসেন ও এএন ঘোষ ট্রফিতেও আর্থিক পুরস্কার চালু হচ্ছে। সংস্থার বার্ষিক সভা ৩১ জুলাই। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ২৩ জুলাইয়ের মধ্যে। নির্বাচন হতে পারে শুধু যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন