Maradona

মারাদোনার মুক্তি, চলবে অন্য লড়াই

মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরলা জানিয়েছেন, অন্যান্য চিকিৎসার পাশাপাশি মদ্যপানের আসক্তি কাটিয়ে তোলাটাই এখন বড় পরীক্ষা হতে যাচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ০৪:০৪
Share:

স্বস্তি: ক্লিনিক থেকে মুক্তির আগে চিকিৎসক লুকের সঙ্গে মারাদোনা। এএফপি

মস্তিষ্কে অস্ত্রোপচারের আট দিন পরে বুয়েনস আইরেসের ক্লিনিক থেকে ছেড়ে দেওয়া হল দিয়েগো মারাদোনাকে। তবে তাঁকে কোথায় রাখা হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Advertisement

কারও কারও খবর, মেয়ের বাড়ির কাছাকাছি একটি বাড়িতে থাকবেন মারাদোনা। আবার সংবাদমাধ্যমের একাংশের খবর, রিহ্যাব সেন্টারেও নিয়ে যাওয়া হতে পারে কিংবদন্তি ফুটবলারকে। মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরলা জানিয়েছেন, অন্যান্য চিকিৎসার পাশাপাশি মদ্যপানের আসক্তি কাটিয়ে তোলাটাই এখন বড় পরীক্ষা হতে যাচ্ছে। তিনি বলেছেন, ‘‘এই অস্ত্রোপচার ওর জীবনের কঠিনতম একটা মুহূর্ত। প্রাণহানির আশঙ্কাও ছিল। এই মুহূর্তে ওর দরকার পরিবারকে পাশে পাওয়ার। সঙ্গে পেশাদার ডাক্তারদের তো থাকতেই হবে।’’ মোরলা একই সঙ্গে মারাদোনার আত্মীয় ও বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কিছু না লেখার অনুরোধ করেছেন। তাঁর বক্তব্য, সে সব দেখলে মারাদোনার মনের উপর খারাপ প্রভাব পড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন