মারাদোনাই প্রেরণা, বললেন মেসি

মারাদোনাই তাঁর ফুটবলের প্রেরণা। এমনটাই জানালেন, লিওনেল মেসি। অনেক মিল দু’জনের। অনেক অমিলও আছে। ফুটবলে মিল থাকলে ব্যাক্তি জীবনে দু’জনের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। কিন্তু ফুটবলটা যে মারাদোনাকে দেখেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ১৭:০৩
Share:

মারাদোনাই তাঁর ফুটবলের প্রেরণা। এমনটাই জানালেন, লিওনেল মেসি। অনেক মিল দু’জনের। অনেক অমিলও আছে। ফুটবলে মিল থাকলে ব্যাক্তি জীবনে দু’জনের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। কিন্তু ফুটবলটা যে মারাদোনাকে দেখেই। বলেন ‘‘ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলার প্রেরণা পেতাম মারাদোনার কাছ থেকে। আমি কখনও কাউকে অনুসরণ করিনি। কিন্তু আমি যখন নিজের ফুটবল নিয়ে ভাবতে শুরু করি সেটা ১৯৯৩ সাল। মারাদোনা তখন সবে স্পেন থেকে ফিরেছেন।’’ যোগ দেন নেওয়েলস ওল্ড বয়েজে। যদি কারও থেকে অনুপ্রানিত হই সেটা নিঃসন্দেহে তিনিই।’’

Advertisement

আরও খবর পড়ুন: সুয়ারেজের হ্যাটট্রিক, মেসি-নেইমার ছাড়াই ফাইনালে বার্সা

ফুটবলের রাজপুত্র চার বারের ব্যালন ডি’ওর মেসি অবশ্য ফুটবল নিয়ে মোহগ্রস্থ নয়। সেটাও জানিয়ে দিতে ভুললেন না। বলেন, ‘‘আমি সব সময় ফুটবল খেলাটাকে উপভোগ করি। যেটা করতে আমি সব থেকে বেশি ভালবাসি। আমি স্বপ্ন দেখি ফুটবল নিয়ে এবং যতদিন পারব খেলে যাব। কিন্তু আমি মোহগ্রস্থ নই। আমার জীবনে ফুটবলের থেকেও আরও অনেক বেশি কিছু আছে।’’

Advertisement

তিনি এর সঙ্গেই জুড়ে দেন, ‘‘আমি যতটা পারি একজন সাধারণ মানুষের জীবন যাপন করি। আমি ফুটবলের বাইরেও জীবনকে উপভোগ করি। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালবাসি সবার মতো। আমি ফুটবল খেলি অন্যদের আনন্দ দেওয়ার জন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement