Queensland

‘ফেক ফিল্ডিং’য়ের জের, পাঁচ রান পেনাল্টি পেল প্রতিপক্ষ দল

বল আটকাতে না পেরে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার জন্য থ্রোয়ের ভঙ্গি করেন মার্নাস। এরই পরই মাঠে উপস্থিত দুই আম্পায়ার নিজেদের মধ্যে আলোচনা করে নতুন নিয়ম অনুযায়ী পাঁচ রান দেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৭ ২০:২৫
Share:

মার্নাস লাবাসচেন। ছবি: সংগৃহীত।

আইসিসি-র ‘ফেক ফিল্ডিং’ নিয়মের ২৪ ঘণ্টার মধ্যেই এর কবলে পড়লেন অস্ট্রেলীয় ক্রিকেটার মার্নাস লাবাসচেন। শুক্রবার ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে জেএলটি ওয়ান ডে কাপে খেলা চলছিল অস্ট্রেলীয় একাদশ এবং কুইনসল্যান্ডের মধ্যে। নিয়মমতোই এগোচ্ছিল খেলা। কিন্তু বিপত্তি ঘটে ম্যাচের ২৭তম ওভারে।

Advertisement

আরও পড়ুন: অন্যতম সেরা অধিনায়ক হতে হলে এখনও বহু পথ চলতে হবে: কোহালি

আরও পড়ুন: বিদেশের মাঠেও ধারাবাহিকতা বজায় রাখতে হবে: কোহালি

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করছিলেন পরম উপ্পাল। বল হাতে তখন মিচেল সোয়েপসন। সোয়েপসনের বল কভারে পাঠালে সেই বল আটকাতে ঝাঁপিয়ে পড়েন লাবাসচেন। কিন্তু বল আটকাতে না পেরে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার জন্য থ্রোয়ের ভঙ্গি করেন তিনি। এরই পরই মাঠে উপস্থিত দুই আম্পায়ার নিজেদের মধ্যে আলোচনা করে নতুন নিয়ম অনুযায়ী পাঁচ রান দেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে। লবসনের এই আচরণে ক্ষুব্ধ তাঁর দলের ক্রিকেটাররাও। আইসিসি-র ‘ফেক ফিল্ডিং’ নিয়ম ভবিষ্যতে ফিল্ডারদের এই প্রবণতা কমাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন