ওয়াংখেড়েতে প্রবেশে বাধা রইল না শাহরুখের

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকতে আর বাধা রইল না কলকাতা নাইটা রাইডার্স-এর কর্ণধার শাহরুখ খানের। রবিবার তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। সংস্থার ম্যানেজিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১২-য় আইপিএলে ওই স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ১৪:৩২
Share:

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকতে আর বাধা রইল না কলকাতা নাইটা রাইডার্স-এর কর্ণধার শাহরুখ খানের। রবিবার তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। সংস্থার ম্যানেজিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১২-য় আইপিএলে ওই স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর। ওই দিন ম্যাচ শেষে মাঠে অভব্য আচরণের অভিযোগে শাহরুখের বিরুদ্ধে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছিল এমসিএ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটমহল তোলপাড় হয়। ২০১৭ পর্যন্ত কিং খানের ওয়াংখেড়েতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এমসিএ-এর এ দিনের সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কেকেআর সমর্থক থেকে খোদ কিং খান।

Advertisement

ঠিক কী হয়েছিল ওই দিন?

আইপিএল শুরু হওয়ার পাঁচ বছর পর ওই দিন ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতে কেকেআর। ম্যাচ শেষে কয়েক জন বাচ্চাকে নিয়ে মাঠের ভিতরে ঢুকতে গেলে এমসিএ-কর্তারা তাঁকে বাধা দেন। অভিযোগ, সেই সময় সংস্থার সাপোর্টিং স্টাফদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শাহরুখ। আরও অভিযোগ, অশ্লীল শব্দ প্রয়োগ করেন তিনি। পাল্টা অভিযোগ আসে কেকেআর শিবির থেকেও। শাহরুখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তাঁর আচরণের প্রতি ‘রুষ্ট’ হয়ে ওয়াংখেড়েতে প্রবেশের উপর পাঁচ বছর নিষেধাজ্ঞা জারি করে এমসিএ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন