chahal. yuzvendra

দক্ষিণী এই নায়িকাই কি যুজবেন্দ্র চহালের গার্লফ্রেন্ড?

তানিষ্কা কপূর। এই কন্নড় অভিনেত্রীর সঙ্গেই নাকি সম্পর্ক রয়েছে ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চহালের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৫:৩৭
Share:
০১ ১০

তানিষ্কা কপূর। এই কন্নড় অভিনেত্রীর সঙ্গেই নাকি সম্পর্ক রয়েছে ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চহালের।

০২ ১০

বছর তেইশের তানিষ্কার জন্ম মুম্বইয়ে। পরবর্তীতে মা দীপিকা আর বাবা অশোকের সঙ্গে চলে আসেন মেঙ্গালুরু।

Advertisement
০৩ ১০

তানিষ্কা পড়াশোনা করেছেন মনোস্তত্ত্ব নিয়ে। বেঙ্গালুরুতে এসে অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে প্রবেশ করেন বিনোদন জগতে। কিন্তু হরিয়ানার লেগ স্পিনারের সঙ্গে তাঁর আলাপ কী ভাবে হল?

০৪ ১০

২০১৫ সালে তিনি প্রথম ছবি করেন। ছবির নাম ‘উপ্পি ২’। কন্নড় চলচ্চিত্র জগতের অন্যতম পরিচালক উপেন্দ্র পরিচালিত ছবি এটি।

০৫ ১০

এর পর অভিনয় করেন নরেশ কুমার পরিচালিত ‘ফার্স্ট র‌্যাঙ্ক রাজু’ নামে একটি ছবিতে। যুজবেন্দ্র চহালের সঙ্গে তাঁর আলাপও সেই সময়।

০৬ ১০

গত বছর এপ্রিল নাগাদ শোনা যায়, খুব শীঘ্রই তাঁরা বিয়ে করবেন।

০৭ ১০

আইপিএল চলাকালীন চহালের সঙ্গে তাঁর একটি ঘনিষ্ঠ ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল।

০৮ ১০

চহাল যদিও বার বার বলেছেন তাঁরা ভাল বন্ধু। বিয়ের গুজব রটে যাওয়ার পর চহাল একটি পোস্টে লিখেছিলেন, তিনি ও তানিষ্কা অত্যন্ত ভাল বন্ধু। এ জাতীয় গুজবে অনুরাগীদের কান না দিতে অনুরোধ করেছিলেন চহাল।

০৯ ১০

তানিষ্কাও জানিয়েছেন, তিনি কেরিয়ারে মন দিতে চান। চহাল তাঁর শুধুই ভাল বন্ধু।

১০ ১০

ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করেছেন তানিষ্কা। বলিউডের বেশ কয়েকজন অভিনেতার সঙ্গেও এ নিয়ে কাজ করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement