India

যুব বিশ্বকাপের চ্যাম্পিয়নরা

সিনিয়র বিশ্বকাপের মতোই ক্রিকেট সার্কিটে বেশ জনপ্রিয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুব বিশ্বকাপ হলেও এই টুর্নামেন্ট ঘিরে প্রতিদ্বন্দ্বীতা চোখে পড়ার মতো।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৮
Share:
০১ ১৩

সিনিয়র বিশ্বকাপের মতোই ক্রিকেট সার্কিটে বেশ জনপ্রিয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুব বিশ্বকাপ হলেও এই টুর্নামেন্ট ঘিরে প্রতিদ্বন্দ্বীতা চোখে পড়ার মতো। ইনজামাম উল হক, হাসিম আমলা, শন মার্শ, বিরাট কোহালির মতো ক্রিকেটাররা পরিচিত পেয়েছেন এই টুর্নামেন্ট থেকেই। এক ঝলকে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের এত দিনের চ্যাম্পিয়নদের।

০২ ১৩

১৯৮৮ সালে অ্যাডিলেডে ইনজামামের পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।

Advertisement
০৩ ১৩

পরের বিশ্বকাপ হয় ১০ বছর পর। ১৯৯৮ সালে জো’বার্গের ফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড।

০৪ ১৩

মহম্মদ কইফের নেতৃত্বে ২০০০ সালে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে প্রথম বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে ভারত।

০৫ ১৩

২০০২ সালে ফের বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। আমলার দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারায় শন মার্শরা।

০৬ ১৩

২০০৪ সালে প্রথম বার বিশ্বকাপ জেতে পাকিস্তান। লেন্ডল সিমন্স, রবি রমপাল, রামদিনদের ওয়েস্ট ইন্ডিজকে ২৫ রানে হারায় পাকিস্তান।

০৭ ১৩

পরের বিশ্বকাপও জেতে পাকিস্তান। তা-ও আবার ভারতকে হারিয়ে। ২০০৬ সালে কলম্বোর সেই লো স্কোরিং ম্যাচে চেতেশ্বর পূজারা, রোহিত শর্মাদের ৩৮ রানে হারায় পাকিস্তান।

০৮ ১৩

বিরাট কোহালির নেতৃত্বে ২০০৮ সালে মালয়েশিয়ায় দক্ষিণ আফ্রিকাকে ১২ রানে হারিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপ জেতে ভারত।

০৯ ১৩

২০১০ সালে তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। বাবর আজমদের ২৫ রানে হারান হ্যাজেলউডরা।

১০ ১৩

উন্মুক্ত চন্দের নেতৃত্বে ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় বার বিশ্বকাপ জেতে ভারত।

১১ ১৩

২০১৪ সালে প্রথম বার বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকা। রাবাদাদের বলে বিধ্বস্ত পকিস্তান হারে ৫ উইকেটে।

১২ ১৩

২০১৬ সালে ফেভারিট ভারতকে ৫ উইকেটে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

১৩ ১৩

পৃথ্বী শ’য়ের নেতৃত্বে ২০১৮ সালে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ বার বিশ্বকাপ জেতে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement