এ বার কি বার্সেলোনা ছাড়ছেন মেসি?

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর মেসির কি এ বার বার্সালোনা ছাড়ার পালা? খোদ মেসি এই নিয়ে এখনও পর্যন্ত কিছু না বললেও বার্সা সভাপতির গলায় যেন তেমনই সুর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ১৬:০৩
Share:

ক্লাব ছাড়তে পারেন মেসি? ফাইল চিত্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর মেসির কি এ বার বার্সালোনা ছাড়ার পালা? খোদ মেসি এই নিয়ে এখনও পর্যন্ত কিছু না বললেও বার্সা সভাপতির গলায় যেন তেমনই সুর।

Advertisement

বিপুল কর ফাঁকির অভিযোগে সম্প্রতি স্পেনর এক আদালত মেসি এবং তাঁর বাবার বিরুদ্ধে ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বার্সেলোনা প্রেসিডেন্ট হেভিয়ের তেবেজ বলেন, “মেসির বার্সা ছেড়ে চলে যাওয়ার বিষয়ে আমরা শঙ্কিত। আমরা মনে প্রাণে চাইছি মেসি যেন ক্লাব ছেড়ে না যান। তাঁর এই কঠিন পরিস্থিতিতে ক্লাব পাশেই রয়েছে।”

তেবেজের এই মন্তব্যের পরেই গুঞ্জন শুরু হয় ফুটবলমহলে। তবে কি বার্সা ছাড়ার কথা ভাবছেন ক্লাবের পোস্টার বয়? এ বিষয়ে মেসি অবশ্য মুখ খোলেননি।

Advertisement

আরও পড়ুন:
ফুটবল মাঠে আজব সংস্কার! শুনলে অবাক হবেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement