প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্তিনার চতুর্থ গোলটার সময় মেসি যে ভাবে মাঝমাঠে বাজপাখির মতো ছোঁ মেরে বলটা ধরল, আর তার পর সেই ট্রেড মার্ক ড্রিবল করতে করতে ডাউন দ্য মিডল আগুইলার এবং ভালদেজকে যে ভাবে মাটিতে ফেলে গোলের বলটা বাড়াল— সেটা সত্যিই অকল্পনীয়। গোলটা দি’মারিয়া করলেও পুরো মুভটার জেনারেল কিন্তু লিও মেসি-ই। নিখুঁত স্ন্যাচিং, ড্রিবল সঙ্গে গতির উপর কী অবিশ্বাস্য নিয়ন্ত্রণ— কখনও ভোলা সম্ভব নয়! একটা কথাই বলব, কোনও ফুটবলারের যদি ঐশ্বরিক ক্ষমতা থাকে, তা হলে ব্যক্তিগত দক্ষতায় সে মাঠে যা খুশি তাই করে বেড়ায়। ডিফেন্ডারদের কোনও পরিকল্পনা, স্ট্র্যাটেজি সেখানে খাটে না। এখানেও ঠিক তাই হয়েছে। ভালদেজ শেষ বেলায় তাই জোড়া পায়ে ট্যাকল করেও রুখতে পারেনি মেসিকে।