Lionel Messi

মেসির নিশানা তিনি, মানছেন না কিকে

মেসির লক্ষ্য তিনিই, এমন সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন কিকে। বলেছেন, ‘‘এ রকম অনেক গল্পই চাউর করা হয়। সেগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি না। অনেক কথাই অন্য ভাবে ব্যাখ্যা করা হয়।’’   

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০৫:৩০
Share:

ফাইল চিত্র

লা লিগার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। তোপ দেগেছেন লিয়োনেল মেসি। যা নিয়ে ফের প্রবল জল্পনা যে, দলের মহাতারকা ম্যানেজারকে নিয়েই অসন্তুষ্ট কি না। প্রবল চাপে থাকা কিকে সেতিয়েন তবু চেষ্টা করে যাচ্ছেন, দলের মনোবল চাঙ্গা রাখার। রবিবার লা লিগায় শেষ ম্যাচ খেলতে নামার আগে কিকে বলেছেন, খেতাবের স্বপ্ন আর না থাকলেও শেষ ম্যাচে জিতে লিগ শেষ করাটা গুরুত্বপূর্ণ। ‘‘এই ম্যাচটা আমাদের কাছে কম গুরুত্বের হতে পারে না। তা সে আমরা যতই খেতাবের দৌড় থেকে ছিটকে গিয়ে থাকি না কেন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও রয়েছে। ভবিষ্যতের কথা ভেবে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে,’’ বলেছেন তিনি।

Advertisement

মেসি বলে দিয়েছেন, এ রকম খেললে চ্যাম্পিয়ন্স লিগে জেতারও আশা নেই। তা নিয়ে জিজ্ঞেস করা হলে সাংবাদিক সম্মেলনে কিকে অবশ্য বলে গেলেন, ‘‘ঠিকই তো। এত বাজে খেললে জেতার আশা না করাই ভাল। কিন্তু আমরা অনেক ম্যাচে ভালও খেলেছি, সে রকম খেলতে পারলে নিশ্চয়ই আশা থাকবে।’’ যোগ করেন, ‘‘আমরা সকলে বুঝতে পারছি, অনেক উন্নতি দরকার। যদি নিজেদের সেরাটা দিতে পারি। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি।’’ মেসির লক্ষ্য তিনিই, এমন সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন কিকে। বলেছেন, ‘‘এ রকম অনেক গল্পই চাউর করা হয়। সেগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি না। অনেক কথাই অন্য ভাবে ব্যাখ্যা করা হয়।’’

রিয়ালের খেতাব জয়ের দিনেই ওসাসুনার কাছে ১-২ হেরেছে বার্সেলোনা। তার পরে সরব হয়েছেন স্বয়ং মেসি। তিনি যে বলেছেন, ‘‘অনেক কিছুই পাল্টানোর দরকার,’’ তার মধ্যে কি রয়েছে ম্যানেজার পরিবর্তনও? এই প্রশ্ন নিয়ে ফের ডামাডোল বার্সা ড্রেসিংরুমে।

Advertisement

কিকের সঙ্গে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বৈঠক হয়েছে বলেও স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর। মেসিদের ম্যানেজার অবশ্য দাবি করলেন, ‘‘প্রথাগত বৈঠক এবং গঠনমূলক কথাবার্তা হয়েছে।’’ যোগ করছেন, ‘‘যা বাকি আছে, তা জেতার দিকে মনোনিবেশ করতে হবে। আর সেই বাকি থাকা প্রতিযোগিতা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। আমরা লিগ হারিয়েছি কিন্তু এখনও পরীক্ষা শেষ হয়নি আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন