ফখরকে রুখে দেওয়ার রাস্তা দেখালেন হাসি

জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন ফখর। ডাবল সেঞ্চুরিও করেন তিনি। কী ভাবে থামানো যেতে পারে ফখরকে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৩:৫৮
Share:

দাওয়াই: ভারতীয় বোলারদের জন্য হাসির টোটকা। —ফাইল চিত্র।

ইংল্যান্ড সফর শেষ হতে না হতেই সেপ্টেম্বরে দুবাইয়ে বসছে এশিয়া কাপের আসর। যেখানে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দ্বৈরথ। যে লড়াইয়ে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন পাকিস্তানের ওপেনার ফখর জামান।

Advertisement

জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন ফখর। ডাবল সেঞ্চুরিও করেন তিনি। কী ভাবে থামানো যেতে পারে ফখরকে? ভারতীয় বোলারদের জন্য ফখরকে থামানোর ফর্মুলা বলে দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল হাসি। বুধবার মুম্বইয়ে হাসি বলেছেন, ‘‘ফখরের বিরুদ্ধে বল করার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনায় চলতে হবে ভারতকে। লাইন-লেংথ ঠিক রাখতে হবে। আলগা বল দিলে চলবে না। তা ছাড়া ফখরের ওপর ক্রমাগত চাপ তৈরি করতে হবে ডট বল (যে বলে রান হয় না) করে। তা হলে ও আগে ভাগে বড় শট খেলার চেষ্টা করবে। যে শটে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।’’

ফখরকে আউট করার আরও একটা রাস্তার সন্ধান দিয়েছেন হাসি। তাঁর কথায়, ‘‘আমার মনে হয় বলের গতি বদলে ফখরকে সমস্যায় ফেলা যায়। ও খুব জোরে শট মারতে ভালবাসে। তাই একটু গতির হেরফের করে, একটু বলের গতি কমালে ও ভুল শট খেলতে পারে। আর তখনই ক্যাচ উঠবে।’’ ফখর জামানকে নিয়ে ভারতের চিন্তিত হওয়ার কারণ আছে। এই ফখরই গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে হারিয়ে দিয়েছিলেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ধারাভাষ্য দিতে ভারতে এসেছেন হাসি। ফখর সম্পর্কে হাসির মত, মারাত্মক বিধ্বংসী বাঁ হাতি ব্যাটসম্যান। হাসি বলেছেন, ‘‘শুধু খুব ভাল আগ্রাসী ব্যাটসম্যানই নয়, ফখর দারুণ ফর্মে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওই সেঞ্চুরি কে
ভুলতে পারে?’’

Advertisement

ফখরের কোন কোন গুণ নজরে পড়েছে হাসির? অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, ‘‘দারুণ আক্রমণাত্মক। দ্রুত রান করতে চায়। ভয় পায় না। ওকে বল করা খুব কঠিন। কারণ বোলার সামান্য ভুল করলেই ফখর তার ফায়দা তুলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন