Mithali Raj

Mithali Raj: আবার একদিনের ক্রিকেটে শীর্ষে চলে এলেন মিতালি রাজ, এই নিয়ে আট বার

২০০৫ সালে প্রথম বার এক নম্বরে এসেছিলেন মিতালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ২০:২৮
Share:

মিতালি রাজ ফাইল চিত্র

আরও একবার একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষে চলে এলেন মিতালি রাজ। ২০০৫ সালে প্রথম বার এক নম্বরে এসেছিলেন। এরপর এই নিয়ে আট বার শীর্ষ স্থানে এলেন তিনি।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যচের একদিনের সিরিজে ২০৬ রান করেছেন মিতালি। তার ফলে আইসিসি-র মহিলাদের একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় চার ধাপ উঠে শীর্ষে চলে এলেন তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম শীর্ষে এলেন তিনি।

২০০৫ সালে প্রথম বার শীর্ষে আসা এবং ২০২১ সালেও শীর্ষে আসা, অর্থাৎ এই ১৬ বছরের হিসেব ধরলে মিতালির এই কীর্তি রেকর্ড। এর আগে ইংল্যান্ডের জানেট ব্রিটিন ১৯৮৪ সালে প্রথম বার শীর্ষে আসার পর ১৯৯৫ সালেও শীর্ষে এসেছিলেন। তাঁর ক্ষেত্রে এই ব্যবধানটা ছিল ১১ বছরের।

Advertisement

বোলারদের তালিকায় ভারতীয়দের মধ্যে দীপ্তি শর্মা এক ধাপ উঠে ১২ নম্বরে এসেছেন। শেষ একদিনের ম্যাচে তিনি ৪৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন। ঝুলন গোস্বামী চার ধাপ উঠে ৫৩ নম্বরে এসেছেন।

মিতালি রাজ টুইটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন