IPL

ধোনিই সেরা ফিনিশার, বলছেন হাসি

প্রতি ওভারে ১২ বা ১৩ রান তাড়া করে দলকে জেতাতেও দক্ষ ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৮:০৫
Share:

যত কঠিন টার্গেটই হোক না কেন, ক্রিজে ধোনি থাকা মানেই অ্যাডভান্টেজে দল।

মহেন্দ্র সিংহ ধোনিকে ‘সেরা ফিনিশার’ বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল হাসি। খেলোয়াড় জীবনে তিনি নিজেও ফিনিশার ছিলেন। কিন্তু প্রাক্তন অজি ক্রিকেটার মনে করেন, ধোনি সবার থেকে আলাদা। হাসি বলেছেন, ‘‘ধোনি সর্বকালের সেরা ফিনিশার।’’

Advertisement

রান তাড়া করার সময়ে ধোনিকে কখনওই চাপে পড়তে দেখা যায়নি। প্রতিপক্ষ যত কঠিনই হোক না কেন, ধোনি ক্রিজে থাকা মানেই দল সব সময়তেই অ্যাডভান্টেজে।

হাসি বলছেন, ‘‘ঠান্ডা মাথায় খেলতে দক্ষ ধোনি। শারীরিক দিক থেকেও খুবই শক্তিশালী। যখনই মাঠ পার করার দরকার পড়ে, খুব সহজেই ধোনি তা করতে পারে। নিজের ক্ষমতার উপরে অগাধ আস্থা রয়েছে ধোনির। নিজের উপরে এরকম বিশ্বাস আমারও নেই।’’

Advertisement

আরও পড়ুন: লকডাউনের মেয়াদ বাড়তেই অনির্দিষ্টকালের জন্য পিছোচ্ছে আইপিএল

রান তাড়া করতে নেমে খেলাকে দীর্ঘায়িত করাই ধোনির স্ট্র্যাটেজি। শেষ ওভার পর্যন্ত ধৈর্য ধরে ক্রিজে টিকে থাকেন ধোনি। প্রতি ওভারে ১২ বা ১৩ রান তাড়া করে দলকে জেতাতেও দক্ষ ভারতের প্রাক্তন অধিনায়ক।

হাসি বলছেন, ‘‘এক ওভারে ১২-১৩ রান তাড়া আমিও করতে পারতাম না। এমএস ধোনির কাছ থেকেই রান তাড়া করার এই শিল্প আমি শিখেছি। ধোনি উইকেটে থাকার অর্থই হল বোলারের উপরে চাপ বাড়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন